সর্বশেষ

26.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সারাদেশের চা শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘটে

টপ নিউজ ডেস্কঃ চা শ্রমিকদের দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে দেশের সব চা বাগানে ৩০০ টাকা করার দাবিতে শনিবার (১৩ আগস্ট) সকাল থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু হয়েছে। বাংলাদেশ চা-শ্রমিক ইউনিয়নের ডাকে এই ধর্মঘট চলছে সকাল ৬টা থেকে ।

বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের (বি-৭৭) সিলেট ভ্যালির সভাপতি রাজু গোয়ালা এ তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশ চা শ্রমিক ইউনিয়নের দাবি দাওয়া নিয়ে বৃহস্পতিবার চা বাগানগুলোর মালিকপক্ষ ও শ্রমিকদের নিয়ে বিভাগীয় শ্রম অধিদপ্তর সমঝোতা বৈঠক করে । মালিকপক্ষের কেউ আসেননি বৈঠকে । এতে কোনো সিদ্ধান্ত ছাড়াই শেষ হয় বৈঠক । ফলে আজ শনিবার সকাল ছয়টা থেকে দেশের সবগুলো চা বাগানের শ্রমিকরা ধর্মঘট শুরু করেন অনির্দিষ্টকালের । তিনি আরও জানান, দৈনিক মজুরি ১২০ টাকা থেকে বাড়িয়ে ৩০০ টাকা করার দাবিতে আমরা আন্দোলন করে আসছি গত ৮ আগস্ট থেকে। দাবি পূরণ না হওয়ায় আজ চূড়ান্ত পর্যায়ে চা শ্রমিকরা সিলেট-বিমানবন্দর সড়কের পাশে লাক্কাতোড়া এলাকায় বসে আছেন অবস্থান নিয়ে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles