সর্বশেষ

29.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সারাদেশে তাপমাত্রা বাড়ার পূর্বাভাস

টপ নিউজ ডেস্কঃ দিন ও রাতের তাপমাত্রা বাড়বে সারাদেশে । রাতের তাপমাত্রা ১ থেকে ২ ডিগ্রি সেলসিয়াস বাড়তে পারে ।

আবহাওয়া অফিস শনিবার (১১ জুন) এমন পূর্বাভাস দিয়েছে।

আবহাওয়াবিদ ড. মুহাম্মদ আবুল কালাম মল্লিক জানিয়েছেন, লঘুচাপের বর্ধিতাংশ বিহার থেকে বিস্তৃত রয়েছে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ পর্যন্ত । মৌসুমী বায়ু বাংলাদেশের ওপর মোটামুটি সক্রিয় এবং উত্তর বঙ্গোপসাগরে রয়েছে দুর্বল থেকে মাঝারি অবস্থায় ।

এ অবস্থায় রোববার (১২ জুন) সকাল পর্যন্ত রংপুর, সিলেট ও ময়মনসিংহ বিভাগের অনেক জায়গায়; ঢাকা ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং রাজশাহী, খুলনা ও বরিশাল বিভাগের দু’এক জায়গায় হতে পারে অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি/বজ্রসহ বৃষ্টি । সেই সঙ্গে দেশের কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে হতে পারে মাঝারি ধরনের ভারী থেকে ভারী বর্ষণ ।

সারাদেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে এবং ১-২ ডিগ্রী সে. বৃদ্ধি পেতে পারে রাতের তাপমাত্রা । ঢাকায় দক্ষিণ/দক্ষিণপূর্ব দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ১০-১৫ কি.মি., যা অস্থায়ীভাবে ঘণ্টায় ৩০-৪০ কি.মি. পর্যন্ত দমকা আকারে উঠে যেতে পারে।

সোমবার নাগাদ পেতে পারে বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বৃদ্ধি । বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাতের প্রবণতা বর্ধিত পাঁচদিনে হ্রাস পেতে পারে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles