সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সারা বিশ্বের দরকার চীনকে

টপ নিউজ ডেস্কঃ চীনা প্রেসিডেন্ট শি জিনপিং বলেছেন, সারা বিশ্বের চীনকে দরকার । দেশটির ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির ২০তম কংগ্রেস অধিবেশনে দেশের প্রেসিডেন্ট হিসাবে তৃতীয়বারের জন্য নির্বাচিত হওয়ার পর জিনপিং একথা বলেন।

এক প্রতিবেদনে রোববার (২৩ অক্টোবর) এই তথ্য জানিয়েছে ।

প্রতিবেদনে বলা হয়েছে, চীনের ক্ষমতাসীন কমিউনিস্ট পার্টির কংগ্রেস শেষে বেইজিংয়ের গ্রেট হল অব দ্য পিপলে সাংবাদিকদের সঙ্গে প্রেসিডেন্ট শি জিনপিং কথা বলেন । সেখানে বিশ্বের চীনকে প্রয়োজন মন্তব্য করে জিনপিং বলেন, ‘আপনারা আমাদের ওপর যে আস্থা রেখেছেন তার জন্য আমি পুরো পার্টিকে ধন্যবাদ জানাতে চাই আন্তরিকভাবে ।’

একইসঙ্গে কমিউনিস্ট পার্টি ও মানুষ তার ওপরে আস্থা রাখায় ভবিষ্যতে আরও নিষ্ঠার সাথে তিনি কাজ করার প্রতিশ্রুতিও দিয়েছেন । এক সপ্তাহ ধরে বেইজিংয়ে কমিউনিস্ট পার্টির অধিবেশন চলে এবং রোববার সেখানে রুদ্ধদ্বার ভোটাভুটিতে তৃতীয়বারের জন্য দেশের নেতা হিসাবে শি জিনপিংকে বেছে নেওয়া হয় ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles