সর্বশেষ

31.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সারা বিশ্বের নারীরা বঙ্গমাতার জীবন থেকে শিক্ষা নিতে পারবে : প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ মহিয়সী নারী বঙ্গমাতার জীবন থেকে শুধু আমাদের দেশেরই নয়, পৃথিবীর অন্যান্য দেশের নারীরাও এই শিক্ষা নিতে পারবে যে, কিভাবে একটি দেশ ও দেশের মানুষের জন্য তিনি জীবনের সবকিছু ত্যাগ করেছিলেন বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রবিবার ( ৭ আগস্ট) সকালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে ‘বঙ্গমাতা এ প্যারাগন অব ওমেন্স লিডারশিপ এন্ড ন্যাশন বিল্ডিং ইন বাংলাদেশ’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা একথা বলেন।

প্রধানমন্ত্রী আরো বলেন, ‘আমাদের দেশের মেয়েরা শুধু নয় আমি মনে করি, পৃথিবীর অনেক মেয়েরাই তাঁর জীবনের দৃষ্টান্ত অনুসরণ করতে পারবে।’

সেখানে তিনি একইসঙ্গে ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমমেন্ট স্টাডিজ’-এরও উদ্বোধন করেন।

আগামী ৮ আগষ্ট বঙ্গমাতার জন্মদিনকে সামনে রেখে বঙ্গমাতার অবদান ও জীবন দর্শন নিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয় দুই দিন ব্যাপী ‘বঙ্গমাতা শেখ ফজিলাতুন নেছা সেন্টার ফর জেন্ডার এন্ড ডেভেলপমমেন্ট স্টাডিজ’ এই আন্তর্জাতিক সম্মেলনের আয়োজন করেছে।

ভিডিও কনফারেন্সের গণভবন থেকে মাধ্যমে প্রধানমন্ত্রী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে ভার্চুয়ালি যুক্ত হন।

Sourceh

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles