সর্বশেষ

43.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সার সংকটের কারণ জানতে মাঠে নামলো গোয়েন্দা

টপ নিউজ ডেস্কঃ পর্যাপ্ত মজুত থাকার পরও দেশে প্রত্যন্ত অঞ্চলের কৃষক তীব্র সার সংকটে পড়েছেন। এই সংকটের কারণ উদ্ঘাটনে একাধিক গোয়েন্দা সংস্থা মাঠে নেমেছে। তারা রবিবার (২১ আগস্ট) রাজশাহীতে সার ডিলার এবং বিএডিসি ও কৃষি সম্প্রসারণ কর্মকর্তাদের জিজ্ঞাসাবাদ করেছেন। এইদিন পটাশ সারের সংকট সম্পর্কে সার ডিলাররা জরুরি বৈঠক করে সংকট দ্রুত নিরসনের দাবি জানিয়েছেন।

রাজশাহীর জেলা প্রশাসক এবং জেলা সার বীজ মনিটরিং কমিটির সভাপতিকে তারা চিঠি দিয়ে সার কালোবাজারে যাচ্ছে বলে জানিয়েছেন। গোয়েন্দা সংস্থার একটি সূত্র জানায়, তারা সার সংকটের কারণ চিহ্নিত করতে মাঠে কাজ করছে। কথা বলছে সংশ্লিষ্ট সবার সঙ্গে।

রাজশাহীর ডিলাররা আগস্টের বরাদ্দের দুই-তৃতীয়াংশ পটাশ সার পাননি বলে জানা গেছে। রাজশাহীর বিভাগীয় কমিশনার জিএসএম জাফর উল্লাহ এ সম্পর্কে জানান, সংকট নিরসনে কৃষি মন্ত্রণালয়কে কার্যকর পদক্ষেপ নিতে চিঠি দেওয়া হয়েছে। সার সংকট নিরসনে বিভাগের প্রত্যেক জেলা প্রশাসককে বিভিন্ন পদক্ষেপের নির্দেশনাও দেওয়া হয়েছে।

সার সম্পর্কে কৃষক তরিকুল ইসলাম জানান, দুই মাস ধরে ডিলারদের দোকানে কোনো এমওপি নেই। তাই খুচরা সার ব্যবসায়ীদের কাছ দ্বিগুণ দামে সার কিনতে হচ্ছে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles