সর্বশেষ

37.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

সিডনিতে অবস্থান করছে বাংলাদেশ দল

টপ নিউজ ডেস্কঃ বাংলাদেশ দলের টি-টোয়েন্টি বিশ্বকাপের যাত্রা শুরু হয়ে গেছে। শুরুর ম্যাচেই গতকাল নেদারল্যান্ডসের বিপক্ষে সাকিব আল হাসানের দল ৯ রানে জিতেছে । হোবার্টের মিশন শেষে বাংলাদেশ দল এখন সিডনিতে অবস্থান করছে।

মঙ্গলবার স্থানীয় সময় দুপুর তিনটায় ব্রেট লি এবং গ্লেন ম্যাকগ্রার শহরে বাংলাদেশ দল এসে পৌঁছেছে । আজ টাইগাররা হোটেল হায়াত রিজেন্সিতে বিশ্রামে থাকবেন ।

বিশ্বকাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে আগামী ২৭ অক্টোবর সিডনি ক্রিকেট গ্রাউন্ডে দক্ষিণ আফ্রিকার মুখোমুখি হবে বাংলাদেশ দল। ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় সকাল নয়টায়। এর আগে নেদারল্যান্ডসের বিপক্ষে ব্যাট হাতে ওপেনাররা ভালো শুরু এনে দিলেও পরবর্তী ব্যাটসম্যানরা সে ধারা অব্যহত রাখতে পাররননি।

অবশ্য মিডল অর্ডারে আফিফ হোসেন করেন ৩৮ রান। শেষদিকে মোসাদ্দেকের ২০ রানে নির্ধারিত ওভার শেষে ১৪৪ রান বাংলাদেশের পুঁজি দাঁড়ায় । চ্যালেঞ্জিং স্কোর করার পরে টাইগার বোলাররা দেখিয়েছেন নিজেদের ঝলক।

তাসকিন আহমেদ, হাসান মাহমুদরা নিজেদের সহায়ক উইকেট পেয়ে হয়ে উঠেছিলেন হিংস্র। যে কারণে ম্যাচ শেষে অধিনায়ক সাকিব আল হাসান পেসারদের ভূয়সী প্রশংসা করেছ্বেন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles