সর্বশেষ

24.3 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

সীতাকুন্ড ট্র্যাজেডিতে আটজনকে আসামি করে মামলা

টপ নিউজ ডেস্কঃ চট্টগ্রামের সীতাকুণ্ড ট্র্রাজেডিতে ৮ জনকে আসামি করে মামলা করেছে পুলিশ। মঙ্গলবার রাতে সীতাকুণ্ড থানার এসআই আশরাফ সিদ্দিকী বাদী হয়ে মামলাটি করেন।

বুধবার চট্টগ্রামের সীতাকুণ্ড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বিষয়টি নিশ্চিত করে বলেন, বিএম কন্টেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণের ঘটনায় কর্তৃপক্ষের অবহেলাজনিত কারণে মৃত্যুর অভিযোগ উল্লেখ করে পুলিশের পক্ষ থেকে আটজনের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এছাড়াও অজ্ঞাতনামাদের আসামি করা হয়েছে এই মামলায়। এরপর তদন্তে যাদের নাম আসবে মামলায় তাদেরও আসামি করা হবে। তবে আসামিদের নাম জানাননি পুলিশের এই কর্মকর্তা।

আরো পড়ুনঃ বার্ন রোগী কখনোই পুরোপুরি সুস্থ না হওয়া পর্যন্ত কোনো কিছু বলা যায় না : ডা. সামন্ত

চট্টগ্রাম বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ড ও বিস্ফোরণে এখন পর্যন্ত মারা গেছেন ৪৪ জন। এর মধ্যে শনাক্ত করে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে ২৭ জনের। বাকিদের এখনো শনাক্ত করা যায়নি। 

শনিবার (৪ জুন) রাতে চট্টগ্রাম শহর থেকে ৩০ কিলোমিটার দূরে সীতাকুণ্ডের কদমরসুল এলাকায় বিএম কনটেইনার ডিপোতে অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়। আগুন লাগার ঘণ্টাখানেকের মধ্যে ভয়ংকর বিস্ফোরণ ঘটে। আশপাশে থাকা দমকলকর্মী, শ্রমিকসহ অনেকেই এতে হতাহত হন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles