সর্বশেষ

37.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

সুরক্ষা অ্যাপে নেই চতুর্থ ডোজের কোনো অপশন

টপ নিউজ ডেস্কঃ করোনাভাইরাস সংক্রমণ প্রতিরোধে শুরু হয়েছে দেশব্যাপী টিকার চতুর্থ ডোজের কার্যক্রম । তবে এখনও সুরক্ষা অ্যাপ ও ওয়েবসাইটে চতুর্থ ডোজের বিষয়ে তৈরি করা হয়নি কোনো অপশন । যে কারণে টিকা নিতে আসা মানুষের হাতে থাকা কার্ডে চতুর্থ ডোজের উল্লেখ নেই ।

মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকালে কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আনুষ্ঠানিকভাবে স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক আহমেদুল কবির উদ্বোধন করেন এই টিকা কার্যক্রমের ।

জানা গেছে, সুরক্ষা অ্যাপে চতুর্থ ডোজের বিষয়ে কোনো অপশন তৈরি না হওয়ায় নিবন্ধন কপিতে এই টিকার বিষয়ে কোথাও উল্লেখ নেই।

এই অবস্থায় নিবন্ধন কপির (পুরোনো কপি) অপরপ্রান্তে টিকা কর্মীরা সিল দিয়ে স্বাক্ষর করে দিচ্ছেন, একইসঙ্গে তাদের নাম ও নিবন্ধন নম্বর লিখে অন্য একটি খাতায় রাখা হচ্ছে ।

এসব প্রসঙ্গে কুর্মিটোলা হাসপাতালের সিনিয়র স্টাফ নার্স রুনা আক্তার ঢাকা পোস্টকে বলেন, করোনার টিকার চতুর্থ ডোজ শুরু হলেও আমাদের অ্যাপ প্রস্তুত হয়নি এখনও । তাই আপাতত কার্ডের পেছনে বা এক কোনায় লিখে দিচ্ছি। সুরক্ষা অ্যাপে চতুর্থ ডোজের অপশন ক্রিয়েট হলে আমরাও পরে আপডেট করে দেব ডাটাগুলো ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles