সর্বশেষ

43.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

সৌদি আরবে হঠাৎ বিরল শিলাবৃষ্টি

টপ নিউজ ডেক্স: মধ্যপ্রাচ্যের দেশ সৌদি আরব সাক্ষী হলো বিরল ঘটনার। হঠাৎ বিরল শিলাবৃষ্টি মরুঝড়ের দেশ সৌদি আরবে। দেশটির কিছু এলাকায় হয়েছে       শিলাবৃষ্টি।

শনিবার (১৫ এপ্রিল) এ তথ্য জানা যায় দুবাই ভিত্তিক আন্তর্জাতিক সংবাদমাধ্যম খালিজ টাইমসের এক প্রতিবেদনে।

স্টর্ম সেন্টারে প্রকাশিত এক ভিডিওতে দেখা গেছে, স্থানীয় এক বাসিন্দা শিলা কুড়িয়ে নিচ্ছেন বাইরে বের হয়ে। তিনি হাতে থাকা শিলাগুলো দেখাতে থাকেন ক্যামেরায়। এরপর তার পেছন থেকে আরেক বাসিন্দাও দেখাতে থাকেন তার হাতে থাকা শিলাগুলো।

আরেকটি ভিডিওতে দেখা গেছে, কাদাপানির স্রোতের পাশে জমে থাকা শিলার ওপর হাঁটছেন ফাহাদ মুহাম্মদ নামের এক বাসিন্দা। এরপর তিনি কুড়াতে শুরু করেন গোলাকৃতির শিলাগুলো। সেগুলো হাতে নিয়ে ক্যামেরার কাছে এসে দর্শকদের উদ্দেশে দেখাতে থাকেন তিনি বিরল এ দৃশ্য।

এদিকে সংযুক্ত আরব আমিরাতের আবহাওয়া দপ্তর বলেছে, গত বৃহস্পতিবার ভারী বৃষ্টি হয়েছে হাত্তা (দুবাই) ও খাত্ততে। জনগণকে বিপর্যয়পূর্ণ আবহাওয়ার পূর্বাভাস দিয়ে দেওয়া হচ্ছে কমলা ও হলুদ সতর্কবার্তা।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles