সর্বশেষ

32.9 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

সড়ক-মহাসড়ক নিরাপদে প্রধানমন্ত্রী শেখ হাসিনার তাগিদ

টপ নিউজ ডেস্কঃ দেশের সড়ক-মহাসড়ক নিরাপদ করতে সম্মিলিত প্রচেষ্টার ওপর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাগিদ দিয়েছেন । সড়ক দুর্ঘটনা রোধে ব্যাপকভাবে জনসচেতনতা সৃষ্টির ক্ষেত্রে সবাইকে তিনি এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন । ট্রাফিক আইন মেনে চলার সংস্কৃতি গড়ে তুলতেও সরকারপ্রধান জোর দেন । শুক্রবার (২১ অক্টোবর) এক বাণীতে প্রধানমন্ত্রী এসব কথা বলেন। আগামীকাল ২২ অক্টোবর ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ উপলক্ষ্যে এই বাণী দেন প্রধানমন্ত্রী ।

সড়ক নিরাপত্তা নিয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে প্রতি বছরের মতো এ বছরও আগামীকাল শনিবার (২২ অক্টোবর) সারাদেশে পালিত হবে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস’ । জাতীয় নিরাপদ সড়ক দিবসের এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, ঘরে ফিরি নিরাপদে ’।

প্রধানমন্ত্রী বলেন,আমি আনন্দিত ‘সড়ক নিরাপত্তায় সচেতন নাগরিক সৃষ্টির লক্ষ্যে এ বছর ৬ষ্ঠ জাতীয় নিরাপদ সড়ক দিবস ২০২২ পালিত হচ্ছে জেনে ।

আমি মনে করি, দিবসটির এবারের প্রতিপাদ্য ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি’নির্ধারণ সময়োপযোগী ও যথার্থ হয়েছে বলে । আমি জাতীয় নিরাপদ সড়ক দিবস উদ্যাপন উপলক্ষে দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানাই।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles