সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

হঠাৎ আকরিক লোহার ব্যাপক দরপতন

টপ নিউজ ডেক্স: আন্তর্জাতিক বাজারে আকরিক লোহার দাম দ্রুতগতিতে বাড়ছিল । তবে হঠাৎ ব্যাপক দরপতন ঘটেছে গুরুত্বপূর্ণ ধাতুটির। শুধু একদিনের ব্যবধানেই ২ শতাংশের বেশি দাম কমেছে।

বার্তা সংস্থা রয়টার্সের বরাত দিয়ে এসব তথ্য জানা গেছে বিজনেস রেকর্ডারের এক প্রতিবেদনে। বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক চীনে চাহিদা কমার আশঙ্কা সৃষ্টি হয়েছে, এতে উল্লেখ করা হয় । এতে আকরিক লোহা  দর হারিয়েছে ব্যাপক।

তবে চলতি সপ্তাহের শুরু থেকেই হু হু করে বৃদ্ধি পাচ্ছিল কঠিন ধাতুটির মূল্য। অর্থনীতিতে চীনা সরকারের আরও প্রণোদনা দেয়ার সম্ভাবনায় এ  তৈরি হয় ঊর্ধ্বমুখিতা। ক্রেতাদের উদ্দেশে লেখা এক নোটে অস্ট্রেলিয়া অ্যান্ড নিউজিল্যান্ড ব্যাংক (এএনজেড) জানিয়েছেন, চীনের সম্পত্তি সূচকগুলোতে দেখা যাচ্ছে না টেকসই পুনরুদ্ধার।

এএনজেড আরও জানায়, দেশটিতে ঊর্ধ্বমুখী হয়েছে সম্পত্তি বিক্রি এবং প্রকল্প শেষ হওয়ার পরিমাণ। তবে নিম্নমুখী রয়েছে নতুন প্রজেক্ট শুরুর সংখ্যা। বিভিন্ন সহায়ক পদক্ষেপ ব্যর্থ হয়েছে রিয়েল এস্টেটে বিনিয়োগ উদ্দীপিত করতে ।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles