সর্বশেষ

26.9 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

হঠাৎ আগুন বাসে,বেঁচে গেলেন ঢাবির ৪৬ শিক্ষার্থী

টপ নিউজ ডেস্কঃ সিলেটে আগুনে পুরোপুরি পুড়ে যাওয়া বাসটিতে ৪৬ জন শিক্ষার্থী ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের । বিআরটিসির বাসটি পুড়ে গেলেও অল্পের জন্য চালক-হেলপারসহ শিক্ষার্থীরা প্রাণে বেঁচে গেছেন । মঙ্গলবার (১৩ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ ঘটনা ঘটে সিলেট-এয়ারপোর্ট সড়কের মালনীছড়া এলাকায় ।

জানা গেছে, ধর্মঘট চলাকালে সকালে ৯৭ জন শিক্ষার্থী বিআরটিসির দুটি বাসে ঘুরতে যান বিছানাকান্দি । সন্ধ্যায় ফেরার পথে ৪৬ জনকে বহনকারী একটি বাস সালুটিকর এলাকায় পৌঁছালে ধাওয়া করেন শ্রমিকরা । এ সময় বাসে ঢিল ছোড়া হয়। এতে গ্লাস ভেঙে আহত হন দুই শিক্ষার্থী। তাৎক্ষণিক তাদের নাম জানা যায়নি ।

পরিবহন শ্রমিকরা গাড়ির পেছনে ঢিল ছোড়া শুরু করলে ভয়ে চালক দ্রুতগতিতে আসেন গাড়ি চালিয়ে । ঘটনাস্থলে আসলে বন্ধ হয়ে যায় হেডলাইট । তাৎক্ষণিক হেলপার নেমে দেখেন ধোঁয়া বের হচ্ছে। চালক ও শিক্ষার্থীরা নামতেই বাসে আগুন ধরে যায়। তখন শিক্ষার্থীরা পানি দিয়ে আগুন নেভানোর ব্যর্থ চেষ্টা করেন। খবর পেয়ে এসএমপির এয়ারপোর্ট থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। এ সময় বাসের শিক্ষার্থীরা ঢিল ছোড়ার ও দুই শিক্ষার্থী আহত হওয়া নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। পরে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিসের একটি ইউনিট । বিকল্প ব্যবস্থায় শিক্ষার্থীদের হোটেল গ্র্যান্ড মোস্তফায় পৌঁছে দেয় পুলিশ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles