সর্বশেষ

30.8 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

হার দিয়ে শুরু, শিরোপা দিয়ে শেষ

টপ নিউজ ডেস্কঃ কুমিল্লা ভিক্টোরিয়ান্স শুরু করেছিল টানা তিন ম্যাচ হেরে বিপিএল। শঙ্কা জেগেছিল সাত দলের আসরে সেরা চারের প্লে-অফ খেলতে পারবে কিনা দলটি সেটি নিয়েই। দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পর শুরু হয় ঘুরে দাঁড়ানোর। পরে শুধুই এগিয়ে যাওয়া অপ্রতিরোধ্য পথে। একের পর এক জয়।

টুর্নামেন্টে নিজেদের প্রথম জয় আসে চতুর্থ ম্যাচে। এরপর আর হারতে হয়নি। অদম্য মানসিকতা দেখিয়ে শিরোপার মুকুট মাথায় তুললেন কুমিল্লার খেলোয়াড়রা। আরেকটি ট্রফি জমা হলো নিজেদের ঘরে।

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) চতুর্থবার শিরোপা কুমিল্লা ভিক্টোরিয়ান্স জিতল সিলেট স্ট্রাইকার্সকে ৭ উইকেটে হারিয়ে। নবম আসরের ফাইনালে মিরপুর শের-ই-বাংলা স্টেডিয়ামে ডিফেন্ডিং চ্যাম্পিয়নরা সিলেটের ১৭৬ রান তাড়া করে ৪ বল হাতে রেখে।

তবে ফাইনালে সিলেটের হারে অধিনায়ক মাশরাফী বিন মোর্ত্তজার টানা পঞ্চম শিরোপা জয়ের সুযোগ হাতছাড়া হলো। অন্যদিকে ইমরুল কায়েসের নেতৃত্বেই তৃতীয় শিরোপা পেল কুমিল্লা। ২০১৫ সালে মাশরাফীর অধিনায়কত্বে দলটি প্রথম শিরোপা জিতেছিল। সবশেষ সাত আসরে অংশ নেয়া এটি কুমিল্লার চতুর্থ শিরোপা।

প্রতিবারই বড় বড় বিদেশি তারকাদের বিপিএলে অদম্য কুমিল্লা নিয়ে দল গড়ে। তবে এবার ভালোমানের বিদেশি খেলোয়াড় পাওয়া যাচ্ছিল না কারণ বিশ্বজুড়ে আরও কয়েকটি ফ্র্যাঞ্চাইজি টি-টুয়েন্টি টুর্নামেন্ট চলছিলো। কিন্তু তার মাঝেই সুনিল নারিন, মঈন আলী, আন্দ্রে রাসেলের মতো খেলোয়াড়দের কুমিল্লা প্লে-অফ রাউন্ডে নিয়ে আসে।

সম্পাদনায় : হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles