সর্বশেষ

42.5 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

১৩৫ বাংলাদেশি সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকা পৌঁছেছেন

টপ নিউজ ডেক্স: যুদ্ধবিধ্বস্ত সুদান থেকে সৌদি আরবের জেদ্দা হয়ে ১৩৫ বাংলাদেশি ঢাকায় পৌঁছেছেন।  সোমবার (৮ মে) সকাল ১০ টা ৩০ মিনিটে রাজধানীর হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইট অবতরণ করে। এর আগে সৌদি সময় রাত ১টায় বিমানটি ঢাকার উদ্দেশে ছেড়ে আসে।  

খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ জানিয়েছেন, বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এ দলই সবার আগে সশস্ত্র সংঘাতে বিশৃঙ্খল সুদান থেকে ফিরে আসছেন।

তিনি বলেন, তিনটি পৃথক ফ্লাইটে পোর্ট সুদান এলাকা থেকে অন্য দেশের নাগরিকদের সঙ্গে জেদ্দায় পাঠানো হয়েছে। সৌদি আরবের রিয়াদে অবস্থিত বাংলাদেশ দূতাবাস থেকে প্রাপ্ত তথ্য অনুযায়ী,  রোববার রাতে তারা জেদ্দা থেকে ঢাকা রওনা হন বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি নিয়মিত ফ্লাইটে।

প্রথম ফ্লাইটে ৪৫ জন, দ্বিতীয়টিতে ২৪ জন এবং তৃতীয়টিতে ৬৫ জন বাংলাদেশি জেদ্দায় পৌঁছায় পোর্ট সুদান থেকে। এই ১৩৫ জনের মধ্যে নারী ১৭ জন, শিশু ১১টি ও অন্তত ৮ জন অসুস্থ ব্যক্তি রয়েছেন বলে জানিয়েছে কূটনৈতিক একটি সূত্র।

সম্পাদনায়: শাহনাজ সাফা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles