সর্বশেষ

28.3 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

১৭ বছর পর ইংল্যান্ড পাকিস্তানে যাচ্ছে

টপ নিউজ ডেস্কঃ সেই ২০০৫ সালে পাকিস্তান সফরে গিয়েছিল সবশেষ ইংল্যান্ড। এরপর পাকিস্তানের মাটিতে আর ইংলিশদের পা পড়েনি । অবশেষে সেই সফরের ১৭ বছর পর আসছে সেপ্টেম্বরে দলটি পাকিস্তান সফরে যাচ্ছে । সাতটি টি-টোয়েন্টি আর তিনটি টেস্ট এই সিরিজে খেলবে । পাকিস্তান ক্রিকেট বোর্ড আজ বিষয়টি জানিয়েছে এক বিবৃতিতে ।

ইংল্যান্ডের পাকিস্তান সফরটা হয়ে যেতে পারত গেল বছরই । বিশ্বকাপের আগ মুহূর্তে দুই দলের খেলার কথা ছিল । তবে সেই সিরিজের ঠিক আগে নিউজিল্যান্ড নিরাপত্তা ইস্যুতে একটি ম্যাচও না খেলে পাকিস্তান ছাড়ে । এরপরই ইংল্যান্ড বাতিল করে দেয় তাদের সফর । ২০২২ সালে আবারও নির্ধারিত হয়েছে তাদের পাকিস্তান সফরের সূচি । তবে পাকিস্তানের মাটিতে দুই ধাপে সম্পন্ন করবে ইংলিশরা এই সফর । প্রথম ধাপটা টি-টোয়েন্টি বিশ্বকাপের ঠিক আগে অনুষ্ঠিত হবে । আগামী ২০ সেপ্টেম্বর দুই দলের ৭ টি-টোয়েন্টির সিরিজ শুরু হবে । সবকটি ম্যাচ হবে দুই ভেন্যুতে করাচি আর লাহোরের ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles