সর্বশেষ

31.5 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

২৪তম জাতীয় ক্রিকেট লীগের ফল : বরিশাল বিভাগের জয়

টপ স্পোর্টস্ ডেস্কঃ শহীদ এএইচএম কামারুজ্জান বিভাগীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত ২৪তম জাতীয় ক্রিকেট লীগের টায়ার টুয়ের ৩য় রাউন্ডের ৪র্থ দিনের খেলায় বরিশাল বিভাগ ৪ উইকেটে হারায় ঢাকা মেট্রোকে।

বৃহস্পতিবার (২৭ অক্টোবর) ঢাকা মেট্রো ২য় ইনিংশে ১৯৬ রানের লিডে থেকে ব্যাট করতে নেমে ৪০.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে তোলে ১২৪ রান। ফলে তাদের রানের সংখ্যা ৩৭৯ তে দাড়ায়। ঢাকা মেট্রোর রনি ব্যাটিং গিয়ে ৫০ বলে ২০ রান নিয়ে ফিরে। এছাড়া রকিবুল ১৮ বলে ৩ রান নিয়ে ফিরে যায় ও আকস সাধিন ও আসাদুল্লাহ ০ রানে মাট ত্যাগ করে। বরিশালের পক্ষে কামরুল রাবিবব ৫৩ রানে ৪টি, তানভীর ইসলাম ৩৫ রানে ৫টি ও রুয়েল মিয়া ২৯ রান খরচায় ১টি উইকেট নেন।

বরিশাল বিভাগ ২য় ইনিংশে ব্যাট করতে নেমে ৬৮.৫ ওভার খেলে ৬ উইকেটে সংগ্রহ করে দিন শেষে ২১৭ রান ফলে তাদের রানের সংখ্যা ৩৮২ তে দাড়ায় ফলে বরিশাল ৪ উইকেটে জয়লাভ করে। বরিশালের রাফসান আল মাহমুদ ১৪১ বলে ৭১, আষরাফুল ৭৭ বলে ৩৪, সালমান ইমন অপরাজিত  ৫০ বলে ১৮ ও সোহাগ গাজি ২৩ বলে ২৩ রান করেন। ঢাকা মেট্রোর রাকিবুল হাসান ৭৪ রানে ৫টি ও আবু হায়দার রনি ৩৬ রানে ১টি উইকেট নেন।

ম্যাচ সেরা হন বরিশালের রাফসান তার হাতে পুরস্কার তুলে দেন বিভাগীয় ক্রীড়া সংস্থা ও মাহনগর আওয়ামী লীগের সাধারন সম্পাদক মোঃ ডাবলু সরকার। এ সময় ম্যাচ রেফারী রকিবুল হাসান উপস্থিত ছিলেন। দিন শেষে ৩২.৩ ওভার খেলে ৬ উইকেটে সংগ্রহ করে ১০৬ রান ফলে ঢাকা মেট্রো ১৯৬ রানে এগিয়ে থাকে। আগের দিনের গড়া ৯ রান নিয়ে ব্যাট করতে নেমে ১ম ইনিংশে বরিশাল ৫৫.২ ওভারে সবকটি উইকেট হারিয়ে ১৬৫ রান তোলে। বরিশালের পক্ষে সালমান ইমন ১২৯ বলে ৭৬ রান ও রুয়েল মিয়া ৭৬ বল খেলে ২৫ নিয়ে প্যাভিলিয়নে ফিরে যায় ফলে বরিশাল ৯০ রানে পিছিয়ে যায়। ঢাকা মেট্রোর পক্ষে আবু হায়দার রনি ৫৯ রান খরচায় ৫টি ও আসাদুল্লাহ গালিভ ৩৯ রান খরচায় ২টি উইকেট নেন।

এদিকে ঢাকা মেট্রো ২য় ইনিংশে ব্যাট করতে নেমে দিন শেষে ৩২.৩ ওভার খেলে ৬ উইকেটে সংগ্রহ করে ১০৬ রান ফলে ঢাকা মেট্রো ১৯৬ রানে এগিয়ে থাকে। গতকাল বুধবার ঢাকা মেট্রের নাইম ১৮ বল খেলে ২৩, সামসুর রহমান ২৬ বল খেলে ২৭ রান নিয়ে ফিরে যায়। এছাড়াও আইচ মোল্লা ১১ রানে অপরাজিত থাকে । বরিশালের পক্ষে কামরুল ৪৫ রান খরচায় ২টি, তানভীর ইসলাম ২৬ রান খরচায় ৩টি ও  রুয়েল মিয়া ২৯ রান খরচায় ১টি উইকেট নেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles