সর্বশেষ

39.4 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

৩ দিনের মধ্যে মেক্সিকোর রাষ্ট্রদূতকে পেরু ছাড়ার নির্দেশ

টপ নিউজ ডেস্কঃ ৭২ ঘন্টার মধ্যে পেরুতে অবস্থিত মেক্সিকোর রাষ্ট্রদূতকে দেশত্যাগের নির্দেশ দিয়েছে পেরু সরকার। এমন সিদ্ধান্ত পেরু নিলো দেশটির ক্ষমতাচ্যুত প্রেসিডেন্ট পেদ্রো কাস্তিলোর পরিবারকে মেক্সিকোতে রাজনৈতিক আশ্রয় দেওয়ায়। খবর বিবিসি, রয়টার্সের।

গত ৭ ডিসেম্বর বামপন্থি পেদ্রো কাস্তিলোকে প্রেসিডেন্টের পদ থেকে অভিশংসনের মাধ্যমে অপসারণ করা হয়। এরপর প্রেসিডেন্টের পদে বসেন ভাইস প্রেসিডেন্ট দিনা বোলুয়ার্তে। ইতিমধ্যে কাস্তিলোর বিরুদ্ধে কংগ্রেস ভেঙ্গে দেওয়ার অপচেষ্টার দায়ে ‘বিদ্রোহের’ অভিযোগ আনা হয়েছে। তাকে গ্রেপ্তার করে তদন্ত চলছে তার বিরুদ্ধে আনা বিদ্রোহ ও ষড়যন্ত্রের অভিযোগের।

এদিকে মেক্সিকো সমর্থন করে আসছে ক্ষমতাচ্যুত এ প্রেসিডেন্টকে। আন্দ্রেস ম্যানুয়েল লোপেজ ওব্রাদর কাস্তিলোর অপসারণকে দেশটির প্রেসিডেন্ট ‘অগণতান্ত্রিক’ আখ্যা দিয়েছেন।

প্রসঙ্গত, লাতিন আমেরিকার দেশ পেরুতে কাস্তিলোকে অপসারণ এবং গ্রেপ্তারের প্রতিবাদে বিক্ষোভ চলছে। ইতিমধ্যে দেশটির শিক্ষামন্ত্রী প্যাট্রিসিয়া কোরেয়া এবং সংস্কৃতিমন্ত্রী জাইর পেরেজ বিক্ষোভের মুখে পদত্যাগ করেছেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles