সর্বশেষ

29.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

৫০ জেলায় দেখা দিয়েছে ডেঙ্গু: স্বাস্থ্যমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ রাজধানী ঢাকাসহ ডেঙ্গু দেখা দিয়েছে মোট ৫০টি জেলায় বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক। তিনি বলেছেন, এখন আশঙ্কাজনক হারে সারা দেশে ছড়িয়ে পড়েছে ডেঙ্গু। তবে, পর্যাপ্ত ব্যবস্থা রয়েছে চিকিৎসারও। হাসপাতালে অভাব হবে না সিটের।

আজ বুধবার (২ নভেম্বর) দুপুরে তিনি বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) জরায়ু-মুখ ও স্তন ক্যান্সার স্টানিং এবং প্রতিরোধ শীর্ষক এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এইসব কথা বলেন।

ডেঙ্গু রোগীদের জন্য হাসপাতালগুলোতে পর্যাপ্ত সিটের ব্যবস্থা রয়েছে উল্লেখ করে মন্ত্রী বলেন, আরও বাড়ানো হবে প্রয়োজন হলে। তবে, ডেঙ্গু শুধু চিকিৎসার মাধ্যমে মোকাবিলা সম্ভব নয়। এজন্য আরও জোরালোভাবে কাজ করতে হবে সিটি কর্পোরেশনসহ স্থানীয় সরকার মন্ত্রণালয়কে। একই সঙ্গে আরো সচেতন হতে হবে সাধারণ মানুষকেও।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles