সর্বশেষ

28.5 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ১৯, ২০২৪

৭ সেপ্টেম্বরের পর গুচ্ছের রেজাল্ট চ্যালেঞ্জের ফল

টপ নিউজ ডেস্কঃ  শুরু হয়েছে গুচ্ছভুক্ত ২২টি সাধারণ, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষার ফল পুনর্নিরীক্ষা এবং বাতিল হওয়া ওএমআর পুনরায় চেক করার আবেদন গ্রহণ। এ সুযোগ আগামী ৪ সেপ্টেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত আবেদন চলবে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, রোল এরর ও সেট বা সাবজেক্ট কোড এররের কারণে ‘ক’ ইউনিটের ১ হাজার ৫৫১ জন পরীক্ষার্থীর, ‘বি’ ইউনিটে ৪৮  জন পরীক্ষার্থীর এবং ‘সি’ ইউনিটে ৩৬ জন পরীক্ষার্থীর খাতা বাতিল করা হয়। এই শিক্ষার্থীরা আবেদন করতে পারছেন ওএমআর পুনর্নিরীক্ষার। এছাড়া সুযোগ দেওয়া হয়েছে প্রকাশিত ফল পুনর্নিরীক্ষারও। উভয় আবেদনের ক্ষেত্রে ভর্তিচ্ছুদের ২ হাজার টাকা ফি পরিশোধ করতে হবে।

আরও জানা যায়, আবেদনকৃত শিক্ষার্থীদের ওএমরগুলো আগামী ৫ ও ৬ সেপ্টেম্বর চেক করা হবে। এরপর ৭ সেপ্টেম্বর অনুষ্ঠিত হবে গুচ্ছ ভর্তি পরীক্ষা সংক্রান্ত সভা। সভায় সিদ্ধান্ত হবে বাতিল হওয়া ওএমআর এবং পুনর্নিরীক্ষার ফল প্রকাশের বিষয়ে।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles