সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

৮০ শতাংশ গাড়িই মোংলা বন্দর দিয়ে আমদানি করা হয়

টপ নিউজ ডেস্কঃ মোংলা বন্দর কর্তৃপক্ষের সঙ্গে বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিক্যালস ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশন (বারবিডা) মতবিনিময় সভা করেছে ।

সোমবার (২৮ নভেম্বর) দুপুরে বন্দর কর্তৃপক্ষের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় এই সভা । দেশে আমদানিকৃত গাড়ির প্রায় ৮০ শতাংশ গাড়িই এখন মোংলা বন্দর দিয়ে আমদানি করা হয় বলে সভায় উপস্থিত বক্তারা জানান ।

মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার এ্যাডমিরাল মোহাম্মদ মুসা, সদস্য (হারবার ও মেরিন) কমডোর মোহাম্মদ আব্দুল ওয়াদুদ তরফদার, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মাদ শাহীন মজিদ, পরিচালক (প্রশাসন) মো. শাহীনুর আলম,সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) মো. ইমতিয়াজ হোসেন, গাড়ি আমদানিকারক প্রতিষ্ঠান বারবিডার সভাপতি হাবিবুল্লহ ডনসহ উপস্থিত ছিলেন বারবিডার নেতৃবৃন্দ ।

বারবিডা সভাপতি মো. হাবিব উল্লাহ ডন বলেন, মোংলা বন্দর কর্তৃপক্ষ এখন গ্রহণ করেছেন নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা । গাড়ির যন্ত্রাংশ চুরির ঘটনা এখন আর মোংলা বন্দরে ঘটে না। আমদানিকৃত গাড়ির প্রায় ৮০ ভাগ গাড়িই এখন আমদানি করা হয় মোংলা বন্দর দিয়ে ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles