সর্বশেষ

28.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

আইএইএ প্রত্যাখ্যান করল রাশিয়ার অভিযোগ

টপ নিউজ ডেস্কঃ ইউক্রেন তাদের পারমাণবিক কেন্দ্রে অস্ত্রশস্ত্র মোতায়েন করছে বলে অভিযোগ করেছিল রাশিয়া। তবে এ সংক্রান্ত জাতিসংঘের সংস্থা আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা (আইএইএ) প্রত্যাখ্যান করেছে এমন অভিযোগ। এ তথ্য জানিয়েছেন সংস্থাটির মহাপরিচালক রাফায়েল গ্রোসি।

ইউরোপিয়ান পার্লামেন্টের ফরেন অ্যাফেয়ার্স বিষয়ক কমিটির ডেপুটিদের এক সেশনে আইএইএ প্রধান বক্তৃতা দিতে গিয়ে বলেন, ‘আজ সকালে আমি আমার টিমকে নির্দেশ দিয়েছিলাম ইউক্রেনের সহযোগিতায় সংশ্লিষ্ট পারমাণবিক কেন্দ্র যাতে তারা পরিদর্শন করে এবং তারা যেন নিশ্চিত হন সেখানে আসলেই কোনো অস্ত্র মজুদ কিংবা স্থানান্তর করা হয়েছে কিনা। এই পরিদর্শনের ফলাফল নেগেটিভ (অর্থাৎ কোনো অস্ত্র মজুদ করা হয়নি সেখানে)।’

এ সময় গ্রোসি আবারও উদ্বেগ প্রকাশ করেন জাপোরিঝিয়া পারমাণবিক কেন্দ্রের নিরাপত্তা নিয়ে। কারণ যুদ্ধ চলছে রাশিয়া-নিয়ন্ত্রিত পরমাণু কেন্দ্রটির আশপাশে। এমন প্রেক্ষাপটে একমাত্র আইএইএ পরমাণু কেন্দ্রটির নিরাপত্তা নিশ্চিত করতে পারে। এ বিষয়ে সংস্থাটির প্রতি রাজনৈতিক সমর্থন সম্প্রসারণের জন্য তিনি আহ্বান জানান ইউরোপীয় পার্লামেন্টের প্রতি।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles