সর্বশেষ

41.3 C
Rajshahi
মঙ্গলবার, জুন ৬, ২০২৩

আমাদের বস মোদি:অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ বিশ্বজুড়ে বাড়ছে ভারতের প্রভাব । একই সঙ্গে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সম্মান বৃদ্ধি পাচ্ছে ।

রোববার কূটনীতিক প্রোটোকল ভেঙে তার পা ছুঁয়ে পাপুয়া নিউ গিনির প্রধানমন্ত্রী জেমস মারাপে প্রণাম করেছিলেন । এবার অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যান্টনি অ্যালবানিজ বলেছেন, ‘আমাদের বস মোদিই ।’ মঙ্গলবার এ মন্তব্য করেন তিনি ।

- - Advertisement - -

সিডনিতে অস্ট্রলিয়ায় বসবাসরত ভারতীয়দের সভায় হাজির ছিলেন মঙ্গলবার মোদি এবং অ্যালবানিজ। সেখানেই ভারতের প্রধানমন্ত্রীর সঙ্গে অস্ট্রলিয়ার প্রধানমন্ত্রী জনপ্রিয় সঙ্গীত তারকা ব্রুস স্প্রিংস্টিনের তুলনা করেন । রক সঙ্গীতের মহানায়ক তার অনুরাগীদের কাছে ‘দ্যা বস্’ নামে পরিচিত বিশ্ব জুড়ে।

জাপান ও পাপুয়া নিউগিনি ঘুরে ত্রিদেশীয় সফরের শেষ পর্বে সোমবার ভরতীয় প্রধানমন্ত্রী মোদি অস্ট্রেলিয়ার সিডনিতে পৌঁছান । মঙ্গলবার সে দেশে বসবাসকারী ভারতীয়দের অনুষ্ঠানে তিনি যোগ দেন । সেখানে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী অ্যালবানিজও আমন্ত্রিত ছিলেন। ভারতে বিনিয়োগের বার্তা নিয়ে সিডনিতে অস্ট্রেলীয় শিল্পপতিদের এক সভাতেও মোদি যোগ দেন।

- Advertisement -

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page