সর্বশেষ

33 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

এক টিকিট দুইবার বিক্রি করায় সহজকে জরিমানা

টপ নিউজ ডেস্কঃ এক টিকিট দুইবার বিক্রির অভিযোগ প্রমাণিত হওয়ায় রেলওয়ে টিকিট বিক্রয় সেবাপ্রদানকারী প্রতিষ্ঠান দুই লাখ ১৫ হাজার টাকা সহজ ডটকমকে জরিমানা করেছে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

অধিদপ্তরের প্রধান কার্যালয়ে অভিযোগকারী এবং সহজ ডটকমের প্রতিনিধিদের উপস্থিতিতে এ রায় দেয় শুনানির পর সংস্থাটি । বুধবার (৩১ আগস্ট) এ তথ্য জানা গেছে। সংশ্লিষ্টরা জানান, অভিযোগকারী সিরাজগঞ্জের বেলকুচির বিশ্বজিত সাহা সহজ ডটকম থেকে যে ট্রেনের টিকিট কিনেছিলেন সেটি বিক্রি করা হয়েছিল আরেকজন ক্রেতার কাছে । সেটি প্রমাণ হওয়ায় সহজকে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর এ জরিমানার আদেশ দিয়েছে ।

অভিযোগ নিষ্পত্তির বিবরণে জানা যায়, বিশ্বজিত সাহা সহজ ডটকমের প্রতিনিধিসহ সংশ্লিষ্ট তিনজনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মহাপরিচালক বরাবর । অভিযোগটি আমলযোগ্য হওয়ায় সবপক্ষকে শুনানিতে উপস্থিত হয়ে নোটিশ দেওয়া হয় ব্যাখ্যা দেওয়ার জন্য । গত ২৩ আগস্ট সবাই এতে উপস্থিত হয়ে মৌখিক বক্তব্য ও জমা দেন লিখিত বক্তব্য ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles