সর্বশেষ

29.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

এবার নিউজিল্যান্ডেই হবে ‘বাংলাওয়াশ’

টপ নিউজ ডেস্কঃ ২০১০ সালের অক্টোবরে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে ঘরের মাঠে হোয়াইটওয়াশ করার স্বাদ পায় বাংলাদেশ। সেদিন ধারাভাষ্যকক্ষে থাকা আতাহার আলী খানের কণ্ঠে ওয়ানডে সিরিজে কিউইদের হোয়াইটওয়াশ করার পর শব্দটি ভেসে ওঠে, ‘বাংলাওয়াশ’ ।

এরপর থেকে টাইগাররা কোনো দলকে হোয়াইটওয়াশ করলেই গর্ব করে বাংলাদেশি ক্রিকেট ভক্তরা সেটিকে বড় হরফে বাংলাওয়াশ বলে। এবার সেই বাংলাওয়াশ পৌঁছে গেছে সুদূর নিউজিল্যান্ডে। যাদের হারিয়ে বাংলাওয়াশের সূচনা হয় প্রথমবারের মতো। বিশ্বকাপের আগে সেই তাদের মাটিতে শুরু হতে যাওয়া বাংলাদেশকে নিয়ে ত্রিদেশীয় সিরিজের নামকরণ করা হয়েছে, ‘বাংলাওয়াশ’ দিয়ে।

নিউজিল্যান্ড, পাকিস্তান ও বাংলাদেশের এই সিরিজটিকে বলা হবে ‘বাংলাওয়াশ’ টি-টোয়েন্টি সিরিজ। যদিও টাইটেল স্পন্সর বাংলাওয়াশ ডিটারজেন্ট পাউডারের নামে এই নামকরণ হয়েছে। আজ বুধবার (৫ অক্টোবর) উন্মোচন করা হয় এর ট্রফি। যেখানে ট্রফি রাখার ডায়াসের মধ্যেই ‘বাংলাওয়াশ’ টি-টোয়েন্টি সিরিজ লেখা ছিল।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles