সর্বশেষ

43.3 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

এশিয়া কাপ : পাকিস্তানের হারে বাবরের অধিনায়কত্ব নিয়ে প্রশ্ন

টপ নিউজ ডেস্কঃ রবিবার (২৮ আগস্ট) শ্বাসরুদ্ধকর ম্যাচে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের বিপক্ষে হেরে যায় পাকিস্তান। ভারতের বিপক্ষে হারের জন্য পাকিস্তানের সাবেক তারকা ক্রিকেটার শোয়েব আখতার দুষছেন অধিনায়ক বাবর আজমকে।

নিজের ইউটিউব চ্যানেলে শোয়েব আখতার বলেছেন, প্রথমে দুই দলকেই আমি অভিনন্দন জানাতে চাই। এই ম্যাচ জিততে ভারত ও পাকিস্তান দুই দলই তাদের সর্বোচ্চ চেষ্টা করেছিল, অনেকাংশে পাকিস্তান সফল হয়েছিল কিন্তু শেষপর্যন্ত হার্দিক পান্ডিয়া জয় ছিনিয়ে আনে।

ক্রিকেট ইতিহাসের দ্রুতগতির এই পেসার অধিনায়কদের নিয়ে বলেন, রোহিত শর্মা ও বাবর আজম দুজনই অত্যন্ত খারাপ দল নির্বাচন করেছে। ভারত ঋষভ পন্থকে বাদ দিয়েছিল আর পাকিস্তান চার নম্বরে খেলায় ইফতেখারকে।

৪৭ বছর বয়সী সাবেক এই তারকা খেলোয়াড় অধিনায়ক বাবরের উদ্দেশ্যে বলেন, কতবার বলেছি তিন নম্বরে নেমে বাবর আজমকে ইনিংস শেষ করার কথা। ওপেন করবে ফখর জামান ও মোহাম্মদ রিজওয়ান। বাবর আজম কেন অধিনায়কত্ব করছেন, বুঝতে পারছি না!

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles