সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

ওয়েবিল-চেকিং হয়নি বন্ধ

টপ নিউজ ডেস্কঃ বাড়তি ভাড়া আদায় নিয়ে সমালোচনার মুখে ঢাকা সড়ক পরিবহন মালিক সমিতি ওয়েবিল ও চেকিং প্রথা বাতিলের ঘোষণা দেওয়ার দশ দিন পার হলেও বন্ধ হয়নি তা । একাধিক গণপরিবহন কোম্পানি এখনো তাদের ওয়েবিল ও চালু রেখেছে চেকিং ।

শনিবার (২০ আগস্ট) রাজধানীর বিভিন্ন এলাকা ঘুরে দেখা যায়, আগের মতোই নির্ধারিত স্থানগুলোতে চেকার রয়েছেন । বাসগুলো এসে ওই স্থানে থামলে ভেতরে ঢুকে ওয়েবিলে যাত্রীসংখ্যা লিখে চেকার নেমে যাচ্ছেন । নামার সময় বাসের সুপারভাইজারের কাছ থেকে ১০-২০ টাকা নিয়ে যাচ্ছেন। মানিকনগর থেকে লাব্বাইক বাসের যাত্রী মো. ইয়াসিনের সঙ্গে কথা হলে বলেন, কাজলা থেকে বৌদ্ধ মন্দির পর্যন্ত আসতে ভাড়া নেওয়া হচ্ছে ২৫ টাকা । আবার মানিকনগর পর্যন্ত আসতেও দিতে হচ্ছে একই ভাড়া । কাজলা থেকে একজন চেকার গাড়িতে উঠে ওয়েবিলে সই করে দিয়েছেন। ওয়েবিল প্রথা চালু রাখার বিষয়ে লাব্বাইক পরিবহনের এক চালকের সহকারী খায়রুল ইসলাম বলেন, মালিক পক্ষ ওয়েবিল ও অব্যাহত রেখেছেন চেকার , এখানে আমাদের কিছু করার নেই।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles