সর্বশেষ

43 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

কর্ণাটকে কংগ্রেস তুলে নেবে হিজাবের ওপর নিষেধাজ্ঞা

টপ নিউজ ডেস্কঃ ক্ষমতায় এসেই কংগ্রেস সিদ্ধান্ত নিয়েছে, ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার। এছাড়া বিগত বিজেপি সরকারের রাজ্যটিতে নেয়া আরও বেশ কয়েকটি বিতর্কিত আইন বাতিলের সিদ্ধান্ত নিয়েছে দলটি।

ভারতের কর্ণাটক রাজ্যের শিক্ষাপ্রতিষ্ঠানে গত বছর হিজাব পরায় নিষেধাজ্ঞা আরোপ করে বিজেপি সরকার। এতে রাজ্যজুড়ে অসন্তোষ ছড়িয়ে পড়ে। মুসলিম সংগঠন ও ছাত্রীরা আন্দোলনে নামে। অন্যান্য রাজ্যেও মোদি সরকার তুমুল বিতর্কের মুখে পড়ে।

এবার সরকার গঠন করেই কংগ্রেস জানিয়েছে, রাজ্যটিতে হিজাবের ওপর নিষেধাজ্ঞা তুলে নেয়ার কথা। এছাড়া বাতিলের কথাও ভাবছে, ধর্মান্তরকরণ এবং গোহত্যা বিরোধী বিলের মতো বিতর্ক তৈরি করা আইনও। এক টুইট বার্তায় কর্ণাটক রাজ্য কংগ্রেসের সভাপতি মল্লিকার্জুন খাড়গের ছেলে প্রিয়াঙ্ক খাড়গে এমন ইঙ্গিত দিয়েছেন।

গত ১০ মে অনুষ্ঠিত হয় কর্ণাটক বিধানসভা নির্বাচন। ফলাফল ঘোষণা করা হয় ১৩ মে। ফলাফলে বিজেপিকে হারিয়ে বিপুলভাবে জয়ী হয় কংগ্রেস দলটি। ২২৪ সদস্যের বিধানসভা ভোটে একাই ১৩৫ আসন কংগ্রেস পায়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles