সর্বশেষ

25.3 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

কালজয়ী ইতিহাসের চিত্রগ্রাহক

- Advertisement -

শাহাদাত হোসেনঃ ৭ই মার্চ ১৯৭১ সালে পাকিস্তানের শোষণ – নিপীড়ন থেকে মুক্তির ডাক দেওয়া সেই কালজয়ী ভাষণ পাকিস্তান আন্তর্জাতিক চলচিত্র কর্পোরেশনের চেয়ারম্যান এ এইচ এম সালাউদ্দীন এবং ব্যবস্থাপনা পরিচালক ও তৎকালীন ফরিদপুর ৫ আসন ( বর্তমান গোপালগঞ্জ ১ আসনের সংসদ সদস্য এম আবুল খায়ের ভাষণটি ধারণ করেন। আর অডিও রেকর্ড করেন তথ্য মন্ত্রণালয়ের প্রযুক্তিবিদ এইচ এন খন্দকার। ভাষণটির অডিও ধারণ করা হয়েছিলো মন্চের নিচ থেকে,আর ভিডিও ধারণ করা হয়েছিলো জনসভার একেবারে মাঝখান থেকে। কিন্তু ভিডিও ধারণ যন্ত্রটি খুব বড় হওয়ায় একার পক্ষে নড়াচড়া কষ্টকর হওয়ার কারণে আরো দুইজনের সহযোগীতা নেওয়া হয়।

পরে ১৭ ই মার্চ বঙ্গবন্ধুর জন্মদিনে রেকর্ডটি বঙ্গবন্ধুর কাছে উপহার স্বরুপ নিয়ে যান এইচ এন খন্দকার। তখন বঙ্গবন্ধু্ বলেন তুই এত বড় কাজ কিভাবে করলি? সেখানে উপস্থিত ছিলেন তোফায়েল আহমেদ, তিনি বলেন খন্দকার ভাই আপনি তো এই রেকর্ড বিক্রি করে অনেক টাকা ইনকাম করতে পারবেন। তখন বঙ্গবন্ধু সহাস্য বলেন, ভাষণ আমার, গলা আমার, তাই আমাকেও ভাগ দিতে হবে। এই অডিও রেকর্ডটি এম আবুল খায়েরের মালিকানাধীন রেকর্ড বিকশিত এবং আর্কাইভ করা হয়। ভাষণের একটি অনুলিপি ভারতে পাঠানো হয়। সেই লক্ষে অডিওর ৩০০০ অনুলিপি করে তা সারা বিশ্ব ভারতীয় রেকর্ড লেভেল এইচএমভি রেকর্ড দ্বারা বিতরণ করা হয়।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles