সর্বশেষ

25.3 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ২৮, ২০২৩

কুমিল্লায় স্বামী-স্ত্রীসহ তিনজনের প্রাণ গেলো রাস্তায়

- Advertisement -

টপ নিউজ ডেস্ক  : কুমিল্লার মনোহরগঞ্জে সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। মঙ্গলবার (২ নভেম্বর) সকালে কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের বিপুলাসার ইউনিয়নের বিহড়ায় এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মঙ্গলবার সকাল সোয়া ৯টায় একুশে এক্সপ্রেসের একটি বাস হিমাচল এক্সপ্রেসের একটি বাসকে ওভারটেক করার চেষ্টা করলে একুশে এক্সপ্রেসের ধাক্কায় একটি অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। এ সময় অটোরিকশায় থাকা রুহুল আমিন ও সেলিনা বেগম নামে এক দম্পতি ঘটনাস্থলে মারা যান। পরে হাসপাতালে নেওয়ার পথে মায়মুনা আক্তার নামের আরেক কলেজছাত্রীও মারা যায়। নিহত তিনজনই বিপুলাসার ইউনিয়নের সাইকচাইল গ্রামের বাসিন্দা। গুরুতর আহত অবস্থায় রিকশাচালক খোকনকে উদ্ধার করে কুমিল্লার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।

দুর্ঘটনার পর তাৎক্ষণিক ঘটনাস্থলে পৌঁছে মরদেহ ও দুর্ঘটনা কবলিত অটোরিকশাটি উদ্ধার করেছে পুলিশ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles