সর্বশেষ

29.2 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

কেন টিকা নেবেন না : প্রধানমন্ত্রী

টপ নিউজ ডেস্কঃ আওয়ামী লীগ সভাপতি এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, বিনা পয়সায় কোভিড টিকা দেয়নি উন্নত দেশের কেউ, আমরা দিয়েছি। আমরা টিকা বুকিং দিয়ে রেখেছিলাম গবেষণার পর্যায়ে থাকা অবস্থায়। তাহলে কেন টিকা নেবেন না?

তিনি বলেন, প্রথম ডোজ ১৪ কোটি ৭৪ লাখের বেশি মানুষকে ও দ্বিতীয় ডোজ ১২ কোটি ৫১ লাখের বেশি মানুষকে দেওয়া হয়েছে। তবে বুস্টার ডোজ নিয়েছেন মাত্র ৫ কোটি মানুষ। এটা সবাইকেই নিতে হবে। বিনা পয়সায়ই দিচ্ছি তো নেবেন না কেন? তাকে ফাইন (জরিমানা) করব, যে নেবে না।

আজ শুক্রবার (২৫ নভেম্বর) স্বাধীনতা চিকিৎসক পরিষদের (স্বাচিপ) ৫ম জাতীয় সম্মেলন রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে উদ্বোধনের পর প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।

এ সম্মেলনে তিনি যোগ দেন বিকেল ৩টার দিকে। এরপর গাওয়া হয় জাতীয় সংগীত। পরে প্রধানমন্ত্রী বেলুন ওড়ান এবং শান্তির প্রতীক কবুতর অবমুক্ত করেন। এরপর সম্মেলনের মূল কার্যক্রম শুরু হয় প্রধানমন্ত্রীর অনুমতিক্রমে।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles