সর্বশেষ

36.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

গুচ্ছ ভর্তি পরীক্ষার ‘ক’ ইউনিটের ফল প্রকাশিত

টপ নিউজ ডেস্কঃ ২০২১-২০২২ শিক্ষাবর্ষের ফল প্রকাশ করা হয়েছে গুচ্ছ ২২ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষার । পরীক্ষায় ৫৫ দশমিক ৬৩ শতাংশ পাসের হার । বৃহস্পতিবার (৪ আগস্ট) এ ফল প্রকাশ করা হয় গুচ্ছ বিশ্ববিদ্যালয়ের ভর্তি ওয়েবসাইটে । ওয়েবসাইটে এ ফল শিক্ষার্থীরা দেখতে পারবেন । গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. মো. ইমদাদুল হক এ তথ্য নিশ্চিত করেছেন।

গুচ্ছ ভর্তি পরীক্ষার টেকনিক্যাল কমিটি সূত্রে জানা যায়, ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ হয়েছেন ৫৫ দশমিক ৬৩ শতাংশ শিক্ষার্থী । অর্থাৎ উত্তীর্ণ হয়েছে ৮৫ হাজার ৫৮২ জন । ৪৩ দশমিক ৩৭ শতাংশ অকৃতকার্য হয়েছে , অর্থাৎ ৬৬ হাজার ৭৭১ জন।

জানা যায়, গত শনিবার (৩০ জুলাই) বেলা ১২টা থেকে ১টা পর্যন্ত সারাদেশের ১৯ কেন্দ্রের ৫৭টি ভেন্যুতে একযোগে গুচ্ছের ‘ক’ ইউনিটের অনুষ্ঠিত হয় ভর্তি পরীক্ষা। ‘ক’ ইউনিটের পরীক্ষায় ১ লাখ ৫৩ হাজার ৮৪৪ জন পরীক্ষার্থী সারাদেশে অংশ নেন।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles