সর্বশেষ

34.5 C
Rajshahi
শনিবার, জুলাই ২৭, ২০২৪

চা এর আড্ডাস্থল বদলে যাচ্ছে

টপ নিউজ ডেস্কঃ টংদোকান ফুটপাতের পাশে । সামনে পাতা ছোট বেঞ্চ ৷ কেটলিতে ফুটছে লিকার৷ দুধ আর আদা-লেবুর রং চায়ের সঙ্গে বিস্কুট, রুটি স্থানীয় বেকারির । রাজধানী ঢাকায় চায়ের দোকানের চিরায়ত এই চিত্র বদলাতে শুরু করেছে । শুধু চা-কে কেন্দ্র করে বিভিন্ন এলাকায় সুদৃশ্য দোকান গড়ে উঠেছে ।

বাহারি অন্দরসজ্জার এসব দোকানে মিলছে নানান পদের ও নামের চা। পাশাপাশি হালকা নাশতার ব্যবস্থা থাকছে ৷ সারা দিন কমবেশি বেচাবিক্রি হলেও সন্ধ্যার পরে চায়ের আড্ডা জমে উঠছে । অফিসফেরত কর্মজীবী, কলেজ-বিশ্ববিদ্যালয় পড়ুয়া শিক্ষার্থীসহ নানা শ্রেণি-পেশার মানুষের এসব চায়ের দোকান আড্ডাস্থল ।

মোহাম্মদপুরের সলিমুল্লাহ রোড, আদাবর, মিরপুর ২, তাজমহল রোড নম্বর এবং আগারগাঁও ষাট ফিট সড়কে এমন বেশ কিছু দোকানের দেখা মেলে। এসব দোকানের উদ্যোক্তারা বলছেন, মূলত পরিবার, বন্ধুবান্ধব নিয়ে ভালো পরিবেশে বসে চা খাওয়ার ব্যবস্থা করতেই ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles