সর্বশেষ

34.5 C
Rajshahi
শনিবার, জুলাই ২৭, ২০২৪

জয়ের মধ্য দিয়ে বিশ্বকাপের শেষ ষোলর জায়গা নিশ্চিত করে ব্রাজিল

টপ নিউজ ডেস্কঃ কাতার বিশ্বকাপ মিশনের নিজেদের দ্বিতীয় ম্যাচে গতকাল সোমবার রাতে সুইজারল্যান্ডকে ১-০ গোলে ব্রাজিল হারিয়েছে । এই জয়ের ফলে কাতার বিশ্বকাপের শেষ ষোলর জায়গা পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন দলটি নিশ্চিত করে ফেলল । এমন জয়ের দিনে নতুন এক মাইলফলক সেলেসাওরা স্পর্শ করেছে ।

এখন পর্যন্ত বিশ্বকাপের গ্রুপপর্বের মঞ্চে ব্রাজিল ১৭ ম্যাচ অপরাজিত থাকার অনন্য এক রেকর্ড গড়েছে । একমাত্র দলই ব্রাজিল, যারা ছাড়া টানা এত ম্যাচ অপরাজিত থাকার কোনো দলের নেই রেকর্ড আর । সবশেষ ব্রাজিল দল গ্রুপ পর্বের ম্যাচ ১৯৯৮ সালের বিশ্বকাপে হেরেছিল । সেবার গ্রুপপর্বের শেষ ম্যাচে ২-১ গোলে নরওয়ের কাছে হেরেছিল ।

এরপর কেটে গেছে অনেক বছর, দুই যুগ সময়ে গড়িয়ে গেছে । কয়েকটি (২০০২, ২০০৬, ২০১০, ২০১৪, ২০১৮) বিশ্বকাপে অপরাজিত ছিল গ্রুপপর্বে ১৫ ম্যাচে । এরপর চলতি ২০২২ বিশ্বকাপের প্রথম ম্যাচে সার্বিয়াকে ২-০ গোলে হারিয়ে ফ্রান্সের টানা ১৬ ম্যাচে অপরাজিত থাকার রেকর্ড ব্রাজিল স্পর্শ করে । সবশেষ গতকাল (২৮ নভেম্বর) সুইজারল্যান্ডকে হারিয়ে ইতিহাসের সবাইকে ব্রাজিল টপকে গেল । এই রেকর্ডের যাত্রায় ১৪ ম্যাচে জয় ব্রাজিলের ১৭ ম্যাচের মধ্যে । বাকি তিন ম্যাচ ড্র করেছে তারা। টানা ২৪ বছর ধরে তারা বিশ্বকাপের গ্রুপপর্বে অপরাজিত আছে। অভিনব এক অর্জন!

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles