সর্বশেষ

33.4 C
Rajshahi
শুক্রবার, জুন ২, ২০২৩

জাহাজ ভাড়া বৃদ্ধি

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১৯ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে বৃদ্ধি করা হয় জাহাজ ভাড়া ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধি হলে ১ টাকা হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি টাকায় কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতি টন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতি টন প্রতি নটিক্যাল মাইলে হ্রাস বা বৃদ্ধি পাবে দশমিক শূন্য ৩৯ টাকা ।

- - Advertisement - -

অয়েল ট্যাংকারের পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে (প্রতি বছর প্রতিটন প্রতি নটিক্যাল মাইল দশমিক শূন্য ৯ টাকা হারে) ত্রি-বার্ষিক ভিত্তিতে (৩×০.০৯)=০.২৭ টাকা । জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সময় থেকে প্রযোজ্য হবে উপরোক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে । পদ্মা, মেঘনা এবং যমুনার জ্বালানি তেল পরিবহন করা সব কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page