সর্বশেষ

29.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

জাহাজ ভাড়া বৃদ্ধি

টপ নিউজ ডেস্কঃ তেল পরিবহনে জাহাজ ভাড়া বাড়িয়েছে বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি)। বুধবার (১৯ অক্টোবর) জারি করা এক প্রজ্ঞাপনে বৃদ্ধি করা হয় জাহাজ ভাড়া ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধি হলে ১ টাকা হ্রাস-বৃদ্ধির ক্ষেত্রে জাহাজের ভাড়া প্রতি টাকায় কোস্টাল ট্যাংকারের ক্ষেত্রে প্রতি টন প্রতি নটিক্যাল মাইলে দশমিক শূন্য ৩৩ টাকা এবং বে-ক্রসিং শ্যালো ড্রাফট অথবা শ্যালো ড্রাফট ট্যাংকারের ক্ষেত্রে প্রতি টন প্রতি নটিক্যাল মাইলে হ্রাস বা বৃদ্ধি পাবে দশমিক শূন্য ৩৯ টাকা ।

অয়েল ট্যাংকারের পরিবহন ভাড়া বৃদ্ধি পাবে (প্রতি বছর প্রতিটন প্রতি নটিক্যাল মাইল দশমিক শূন্য ৯ টাকা হারে) ত্রি-বার্ষিক ভিত্তিতে (৩×০.০৯)=০.২৭ টাকা । জ্বালানি তেলের মূল্য হ্রাস-বৃদ্ধির সময় থেকে প্রযোজ্য হবে উপরোক্ত ফর্মুলা স্বয়ংক্রিয়ভাবে । পদ্মা, মেঘনা এবং যমুনার জ্বালানি তেল পরিবহন করা সব কোস্টাল ট্যাংকার, বে-ক্রসিং শ্যালো ড্রাফট, শ্যালো ড্রাফট ট্যাংকারের জন্য এই ভাড়া প্রযোজ্য হবে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles