সর্বশেষ

37.3 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ১৮, ২০২৪

টাকা মান বেড়েছে খোলা বাজারে

টপ নিউজ ডেস্কঃ বিলাসী পণ্যসহ আমদানিতে নানা শর্ত দেওয়ায় কমেছে আমদানির এলসি খোলার পরিমাণ। যার প্রভাব পড়েছে ডলারের বাজারে। আজ মঙ্গলবার (১৬ আগস্ট) কার্ব মার্কেট বা খোলা বাজারে নগদ ডলার বিক্রি হচ্ছে ১১৪ থেকে ১১৫ টাকায়। যা গত সপ্তাহে ছিল ১১৮ থে‌কে ১২০ টাকা।

রাজধানীর বিভিন্ন এলাকার একাধিক মানি চেঞ্জার কর্মকর্তারা জানান, তারা ডলার ১১২ টাকা ৫০ পয়সায় কিনে, বিক্রি করছেন ১১৪ থেকে ১১৫ টাকায়। অবশ্য আন্তব্যাংক মুদ্রাবাজারে ৯৫ টাকা খরচ হয়েছে প্রতি ডলার কিনতে। অর্থাৎ এই দরে বাংলাদেশ ব্যাংক সরকারি আমদানি বিল মেটাতে ব্যাংকগুলোর কাছে ডলার বিক্রি করছে। নিয়ম অনুযায়ী, ডলারের আনুষ্ঠানিক দর এটাই।

এছাড়াও বা‌ণি‌জ্যিক ব্যাংকগু‌লো‌তে এখন ১০৬ থে‌কে ১০৮ টাকায় নগদ ডলার বি‌ক্রি হচ্ছে। এদিকে গত ৮ আগস্ট কেন্দ্রীয় ব্যাংক প্রয়োজনের চেয়ে বেশি ডলার সংরক্ষণ করে দাম বা‌ড়ি‌য়ে‌ বি‌ক্রি করার প্রমাণ পাওয়ায় দে‌শি-বি‌দে‌শি মোট ৬টি ব্যাংকের ট্রেজারি বিভা‌গের প্রধানকে অপসারণ কর‌তে নির্দেশ দেয়।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles