সর্বশেষ

33.9 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

টানা মাংস খেয়ে অরুচি, বেড়েছে মাছের চাহিদা

টপ নিউজ ডেস্কঃ গত রোববার ঈদুল আজহা পালিত হয়েছে । অনেকে কোরবানি দিয়েছেন, দিতে পারেননি অনেকে । তবে প্রায় সকল মুসলিমের ঘরেই কোরবানির মাংস রয়েছে । ঈদের দিন থেকেই খাবার টেবিলে গরু ও খাসির মাংসের নানা পদ চলছে । এক টানা মাংস খেয়ে এখন তা পৌঁছে গেছে অরুচির পর্যায়ে । তাই তো মাংসের বদলে এবার নগরবাসী আমিষ মাছ খোঁজার চেষ্টা করছেন ।
শুক্রবার (১৫ জুলাই) ঈদের ষষ্ঠ দিনে রাজধানীর মাছের বাজারে ক্রেতাদের দেখা গেছে বাড়তি ভিড় ।
রাজধানীর মিরপুর-১ নম্বর, মোহাম্মদপুরের টাউন হল বাজার ঘুরে দেখা যায়, মাছের বাজারে ক্রেতাদের সবচেয়ে বেশি আনাগোনা ।

টাউন হল বাজারে মাছ কিনতে আসা আরিফ সারোয়ার ঢাকা মেইলকে বলেন, মাংসই খাচ্ছি কয়দিন ধরে । প্রতি বেলায় তো খাওয়া যায় না মাংস । তাই নিতে আসলাম মাছ ।

বাজারে দোকান খোলা ও মাছ বাড়ার পাশাপাশি দামও বেড়েছে । ঈদের আগের চাইতে আজ প্রায় সব মাছেই কেজিতে ২০ থেকে ৫০ টাকা পর্যন্ত বেড়েছে বলে ক্রেতারা জানিয়েছেন । দ্বিমত বিক্রেতারাও নন ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles