সর্বশেষ

24.8 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

পদ্মা সেতুতে কাজ শুরু রেলট্র্যাক স্থাপনের

টপ নিউজ ডেস্কঃ পদ্মা সেতুতে উদ্বোধন হয়েছে রেলট্র্যাক স্থাপনের কাজের । শনিবার (২০ আগস্ট) দুপুর ১২টার দিকে সেতুর শরীয়তপুরের জাজিরা প্রান্তে রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজন রেলট্র্যাক স্থাপনের উদ্বোধন করেন ।

আগামী ডিসেম্বরের মধ্যে কাজ শেষের আশা প্রকাশ করে রেলমন্ত্রী বলেন, এতদিন সমন্বয়ের কারণে সেতুর ওপরে করা যাচ্ছিল না কাজ । তবে মূল সেতুতে শুরু হলো বহুল প্রত্যাশিত রেলট্র্যাক বসানোর কাজ । আগামী ডিসেম্বরের মধ্যে এ কাজ শেষ হবে। তিনি বলেন, ঢাকা-যশোর পর্যন্ত রেল সংযোগ প্রকল্পের কাজ এগুচ্ছে তিনভাগে। যার মধ্যে ঢাকা থেকে মাওয়া পর্যন্ত অগ্রগতি ৬৬ শতাংশ, ৮৩ শতাংশ মাওয়া-ভাঙ্গা অংশের অগ্রগতি আর ভাঙ্গা-যশোর অংশের অগ্রগতি ৫২ শতাংশ। আগামী বছরের জুনের মধ্যে ঢাকা-ভাঙ্গা রেলপথ চালুর পরিকল্পনার কথা জানিয়ে মন্ত্রী আরও বলেন, এই রেলপথের জন্য ১০০টি রেলকোচের ব্যবস্থা হচ্ছে, চলবে ছয়টি ট্রেন। প্রকল্প সম্পন্ন করতে সামনে কিছু চ্যালেঞ্জ থাকলেও কাজ শেষ হবে নির্ধারিত সময়েই

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles