সর্বশেষ

39.1 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২৭, ২০২৪

প্রশান্তির বৃষ্টিতে দূর্ভোগে নগরবাসী!

নিজস্ব প্রতিবেদকঃ প্রচন্ড গরমে প্রশান্তির নাম বৃষ্টি। কিন্তু রাজশাহী নগরবাসীর জন্য এই বৃষ্টি প্রশান্তির চেয়ে ভোগান্তিরই বেশি। আর বর্ষা মৌসুমে জলধারা ত্রুটিপূর্ণ ড্রেনেজের ফাঁক গলে সেই ভোগান্তিকে বাড়িয়ে দেয় বহু গুণ।

বুধবার (৩১ আগস্ট) দুপুর থেকে মুষলধারে ঝড়েছে বৃষ্টি। বৃষ্টির সাথে সাথেই মুন্নাফের মোড়, সাধুর মোড়, কাজলা, রেলগেট, নিউমার্কেট, বর্ণালী মোড়সহ নগরীর বিভিন্ন রাস্তায় সৃষ্টি হয়েছে দীর্ঘ জলাবদ্ধতা। এতে যান ও পথচারী চলাচলে ব্যাপক সমস্যার সৃষ্টি হয়েছে।

ভূক্তভোগী পথচারী টপ নিউজকে বলেন, দুই তিন ঘন্টা ধরে প্রচন্ড বৃষ্টিতে হাঁটু পর্যন্ত পানি হয়ে গেছে। জরুরী প্রয়োজনে বাসা থেকে বের হয়েছি, কিন্তু এই নোংরা পানিতে প্রচন্ড অস্বস্তি ও পায়ে চুলকানি ও জ্বলন হচ্ছে।

জমে থাকা পানির জন্য যানবাহনকে চলতে দেখা যায় ধীর গতিতে। এতে কোথাও কোথাও সৃষ্টি হয় দীর্ঘ যানজটের।

একজন অটোরিকশা চালক টপ নিউজকে জানান, এই বৃষ্টিতে খুব সাবধানে গাড়ি চালাতে হয়। তার উপর রাস্তায় পানি। কোনো দূর্ঘটনা ঘটলে মানুষ আমাদেরই দোষ দিবে।

সর্বোপরি নগরবাসী বৃষ্টির পানির এই দূর্ভোগ থেকে মুক্তির দাবী জানায় কর্তৃপক্ষের কাছে। বৃষ্টি হোক আনন্দের, উদযাপনের ও দূর্ভোগমুক্ত এই তাদের কামনা।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles