সর্বশেষ

36.7 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

ফাইনালে হারের পর যা বললেন অধিনায়ক বাবর আজম

টপ নিউজ ডেস্কঃ টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২২-এর ফাইনালে ইংল্যান্ডের কাছে পরাজিত হয়ে পাকিস্তান ব্যর্থ হয়েছে ১৯৯২ এর পুনরাবৃত্তি ঘটাতে। ইংলিশদের মেলবোর্নে কাছে ৫ উইকেটে হেরে বাবর-রিজওয়ানদের রানার্সআপ হয়েই মাঠ ছাড়তে হয়।

ফাইনালে হারের পর প্রতিপক্ষ ইংল্যান্ডকে অভিনন্দন জানিয়ে অধিনায়ক বাবর আজম বলেন, আরও কিছু রান ব্যাটাররা করতে পারলে ম্যাচের ফল অন্যরকম হতে পারতো।

শুরু থেকেই এবারের বিশ্বকাপে যাত্রাটা সুখকর ছিল না পাকিস্তানের। প্রথম দুই ম্যাচে পরপর পরাজয়ের পর দারুণভাবে ঘুরে দাঁড়ায় তারা। সেমিফাইনালে দারুর ছন্দে থাকা নিউজিল্যান্ডকে উড়িয়ে ফাইনালে পা রাখেন বাবররা।

কিন্তু, পরাজয়ের স্বাদ নিয়েই ফাইনালে মাঠ ছাড়তে হয় রিজওয়ানদের। ম্যাচ শেষে বাবর আজম বলেন, ‘অভিনন্দন ইংল্যান্ডকে। তারা ভালো ফাইট করেছে এবং প্রতিটা ভেন্যুতেই অস্ট্রেলিয়াকে আমাদের কাছে মনে হয়েছে বাড়ির মতো। দর্শকদের ধন্যবাদ সমর্থনের জন্য।’

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles