সর্বশেষ

41.7 C
Rajshahi
মঙ্গলবার, এপ্রিল ১৬, ২০২৪

বঙ্গবন্ধুকে নিয়ে একশ গান, গিনেস বুকে নাম ওঠানোর আবেদন

প নিউজ ডেস্কঃ নব্বই দশকের শেষের দিকে বাংলাদেশ বেতার ও লিসা কালাম টেলিভিশনের তালিকাভুক্ত কণ্ঠশিল্পী হন । বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম তাঁর বাবা । বাবার তত্ত্বাবধানেই জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে তৈরি লিসা একশ গানে কণ্ঠ দিয়েছেন ।

জাতির জনককে নিয়ে একক শিল্পী হিসেবে একশ গান নেই আর কোনো শিল্পীর , লিসা দাবি করেছেন । তাই গিনেস বুক অব ওয়ার্ল্ড-এ নিজের নাম আবেদনও করেছেন ওঠানোর জন্য । লিসা বলেন, আমি গানের সঙ্গে জড়িত ‘৩২ বছর ধরে । ছোটবেলা থেকেই মহান এই নেতাকে নিয়ে গান করার ইচ্ছা ছিল । ধীরে ধীরে কখন যে বুঝতে পারিনি এক শ গান জমা হয়ে গেল । গতকাল সোমবার (১ আগস্ট) শোকাবহ আগস্টের প্রথম প্রহরেই গানগুলো আমার ইউটিউব চ্যানেলে প্রকাশ করেছি ।’

গানগুলো লিখেছেন আবদুল গাফ্ফার চৌধুরী, আবদুল লতিফ, আশরাফুল আলম, রাহান খান, গাজী মাজহারুল আনোয়ার, ফজলুল হক খান, কবি আবু জাফর সিদ্দিকী, হাসান মতিউর রহমানসহ ২১ জন গীতিকবি। সুর করেছেন দেবু ভট্টাচার্য, আবদুল লতিফ, শেখ মহিতুল, শেখ সাদী খানসহ ২০ জন সুরকার।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles