হাবিবা সুলতানাঃ আজ ১১ জ্যৈষ্ঠ (২৫ মে) বুধবার, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৩তম জন্মবার্ষিকী। একই সঙ্গে এ বছর পূর্ণ হলো তাঁর কালজয়ী কবিতা ‘বিদ্রোহী’ রচনার শতবর্ষ। এই দ্বৈত উৎসব বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে উদযাপন করেছে ঐতিহ্যবাহী রাজশাহী কলেজ।
রাজশাহী কলেজের অধ্যক্ষ প্রফেসর মোহাঃ আব্দুল খালেকের সভাপতিত্বে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা অনুষ্ঠানে মূখ্য আলোচক হিসেবে মূল্যবান বক্তব্য প্রদান করেন বরেণ্য কবি ও গবেষক এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড. অনীক মাহমুদ। এছাড়াও আলোচক হিসেবে ছিলেন ড. মোঃ ইব্রাহিম আলী ও রাজশাহী কলেজের বাংলা বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর ড. শিখা সরকার। এছাড়াও সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী কলেজের সাবেক শিক্ষক অধ্যাপক গোলাম কবির, সাবেক অধ্যক্ষ প্রফেসর মহা. হাবিবুর রহমান, উপাধ্যক্ষ প্রফেসর মোহাঃ ওলিউর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক প্রফেসর আব্দুল্লাহ আল মামুন।

আলোচনা অনুষ্ঠান শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। এরপর মনোজ্ঞ সাংস্কৃতিক পরিবেশনার মাধ্যমে অনুষ্ঠান শেষ হয়।