সর্বশেষ

33.4 C
Rajshahi
শনিবার, জুন ৩, ২০২৩

বাংলাদেশ নিয়ে মন্তব্য করে ক্ষমা চাইলেন পরেশ

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ ভারতের পশ্চিমাঞ্চলীয় রাজ্য গুজরাটে নির্বাচনী প্রচারে গিয়ে বলিউডের অভিনেতা ও রাজনীতিবিদ পরেশ রাওয়াল বাংলাদেশি, বাঙালি ও রোহিঙ্গাদের নিয়ে তির্যক মন্তব্য করে বিতর্কে জড়িয়েছেন। এরপর সমালোচনার ঝড় উঠার পর বাঙালি ইস্যুতে এই অভিনেতা ক্ষমাপ্রার্থনা করেছেন। এ নিয়ে তিনি একটি বার্তাও দিয়েছেন সোশ্যাল মিডিয়া প্লাটফর্ম টুইটারে।

- - Advertisement - -

আজ শুক্রবার (২ ডিসেম্বর) এই তথ্য এক প্রতিবেদনে জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

ভারতীয় সংবাদমাধ্যম বলছে, বলিউডের জনপ্রিয় অভিনেতা পরেশ রাওয়াল গুজরাট বিধানসভা নির্বাচনে রাজ্যটির ক্ষমতাসীন বিজেপির হয়ে প্রচারণা চালাতে গিয়েছিলেন। প্রচারণার একপর্যায়ে তিনি বলেন, ‘মূল্যবৃদ্ধি সহ্য করবেন গুজরাটিরা, কিন্তু বাংলাদেশি ও রোহিঙ্গাদের পাশের বাড়িতে মেনে নেবেন না।’

- Advertisement -

এমনকি প্রশ্ন তোলেন গুজরাটিরা কি বাঙালিদের জন্য মাছ ভাজবেন কিনা! তিনি বলেন, ‘গ্যাস সিলিন্ডারের দাম বর্তমানে যথেষ্ট বেশি, তবে এই দাম কমে যাবে। কর্মসংস্থানও হবে সাধারণ মানুষের। কিন্তু আপনাদের পাশেই রোহিঙ্গা বা বাংলাদেশিরা বসবাস শুরু করলে কী হবে? গ্যাস সিলিন্ডার নিয়ে তখন আপনি কী করবেন? বাঙালিদের জন্য কি মাছ ভাজবেন?’

তুমুল বিতর্ক শুরু হয় পরেশ রাওয়ালের এই মন্তব্য নিয়েই। এসব বিতর্কিত মন্তব্য নিয়ে সমালোচনার ঝড় উঠতেই আজ (শুক্রবার) সকালে টুইটার পোস্টে ক্ষমাপ্রার্থনা করেন তিনি। সেখানে বলেন, ‘কোনও সমস্যাই নেই মাছ নিয়ে, কারণ গুজরাটিরাও মাছ রান্না করেন, খান।

আমি বাঙালি বলতে বুঝিয়েছি বাংলাদেশ থেকে অবৈধ প্রবেশকারী এবং রোহিঙ্গাদের। এরপরও আমার মন্তব্যে যদি কারও মনে আঘাত লাগে, তবে ক্ষমাপ্রার্থনা করছি আমি।’সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page