সর্বশেষ

27.7 C
Rajshahi
শনিবার, জুলাই ২৭, ২০২৪

বাগেরহাটে পুকুরে হাঁস খুঁজতে গিয়ে কুমির উদ্ধার

টপ নিউজ ডেস্কঃ বাগেরহাটের রামপালে পুকুর থেকে একটি কুমির উদ্ধার করেছে স্থানীয়রা। মঙ্গলবার (২৯ মার্চ) সকালে পুকুরে হাঁসের পালক ভাসতে দেখা যায় তাতে স্থানীয়দের সন্দেহ হয়। পরে স্থানীয়রা জাল টেনে কুমিরটিকে ধরে।


স্থানীয়রা বলেন, সোমবার বিকেল থেকে এক ব্যক্তি তাদের মোট ছয়টি হাঁস খুঁজে পাচ্ছিলো না। পরে পুকুরে হাঁসের পালক ভাসতে দেখে সন্দেহ হয় । এই সময় জাল টেনে একটি কুমির আটকা পড়ে।


এই পুকুরের সঙ্গে ভ্যাকটমারি খালের শাখা কৌচুর খালের সরাসরি সংযোগ রয়েছে। এসব খালে সরাসরি নদীর পানি প্রবেশ করে। ধারণা করা হচ্ছে, পশুর নদী থেকে জোয়ারের সময় কুমিরটি খালে প্রবেশ করেছে। পরবর্তীতে এই কুমিরটি পুকুরে আশ্রয় নিয়েছে।


সুন্দরবনের পূর্ব বন বিভাগের করমজল বন্যপ্রাণি প্রজনন কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা আজাদ কবির জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে কুমিরটিকে উদ্ধারের জন্য ঘটনাস্থলে পৌঁছেছি। এই কুমিরটি ৯ ফুট লম্বা। সবকিছু ঠিক থাকলে দুপুরে আমরা কুমিরটিকে সুন্দরবন সংলগ্ন পশুর নদীতে অবমুক্ত করে দেব।

সম্পাদনায়ঃ মোঃ আব্দুল ওয়াহেদ

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles