সর্বশেষ

33.7 C
Rajshahi
শুক্রবার, মার্চ ২৯, ২০২৪

বিশ্বকাপ ফুটবলকে সামনে রেখে শপিং মলগুলো ভরপুর জার্সিতে

টপ নিউজ ডেস্কঃ র‍্যাঙ্কিং ১৯২ বাংলাদেশের ফুটবল । এত দূর র‌্যাংকিংধারী দেশ হলেও এখানে ফুটবল উন্মাদনা বিশ্বের অন্য যে কোনো দেশের চেয়ে নয় কম ।

বিশ্বকাপ ফুটবল আসলেই বহুগুণে সেই উন্মাদনা বাড়ে । সত্তর-আশির দশকে আবাহনী-মোহামেডান দুই ক্লাব নিয়ে যেমন বিভক্ত হতো দেশ , তেমনি বিশ্বকাপের সময় ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থন নিয়ে ফুটবল ভক্তরা বিভক্ত হয়ে যান ।

২০ নভেম্বর কাতারে বিশ্বকাপ ফুটবল অনুষ্ঠিত হবে । এর আগে দুই সপ্তাহও আর বাকি নেই ।

ঠিক এই সময় এসে জার্সি, পতাকা বেশ বেচাকেনা চলছে । রাজধানীর অভিজাত শপিং মল ডিসপ্লে আর্জেন্টিনা ব্রাজিল জার্সিতে সেজেছে । তেমনি রাজধানীর গুলিস্তানের ফুটপাতও এখন পতাকা ও ভরপুর জার্সিতে ।

তিন দশকের বেশি সময় জার্সি, পতাকা বিক্রি করা এই ব্যবসায়ী জানান, ‘বিশ্বকাপ শুরু হলে বেচার মাত্রা বাড়বে আরো বহুগুণে। এখনও বেচাকেনা হচ্ছে প্রতিদিন।’

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles