সর্বশেষ

33.4 C
Rajshahi
শনিবার, জুন ৩, ২০২৩

বিশ্ব বই দিবস আজ

- Advertisement -

টপ নিউজ ডেস্কঃ আজ ২৩ এপ্রিল (শনিবার) বিশ্ব বই দিবস। বই পড়ার প্রতি আগ্রহ সৃষ্টি, বই ছাপানো এবং বইয়ের কপিরাইট সংরক্ষণ করা ইত্যাদি বিষয়ে জনসচেতনতা বাড়াতেই দিবসটি পালন করা হয়। ১৯৯৫ সাল থেকে প্রতিবছর জাতিসংঘের উদ্যোগে এই দিবসটি পালন করা হয়। এছাড়াও বিশ্বের বিভিন্ন দেশে বইপ্রেমীরা ২৩ এপ্রিল বিশ্ব বই দিবস হিসেবে পালন করে আসছে।

এ দিবসটির মূল ধারণা আসে, স্পেনিশ লেখক ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেসের কাছ থেকে। স্পেনের বিখ্যাত লেখক মিগেল দে থের্ভান্তেস  ১৬১৬ সালের ২৩ এপ্রিল মারা যান। ভিসেন্ত ক্লাভেল আন্দ্রেস ছিলেন তার ভাবশিষ্য। আন্দ্রেস নিজের প্রিয় লেখককে স্মরণীয় করে রাখতে স্পেনে ১৯২৩ সাল থেকে ২৩ এপ্রিলকে বিশ্ব বই দিবস পালন করা শুরু করেন।

- - Advertisement - -

চিন্তার উৎকর্ষতা এবং বিশ্লেষণ করার ক্ষমতা ও দক্ষতা বাড়াতে বই আমাদের সাহায্য করে। একটি ভালো বই আমাদের জীবনের ইতিবাচক প্রভাব ফেলে। বই আমাদের একাকীত্বের সঙ্গী ও আমাদের প্রিয় বন্ধু।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker

Refresh Page