সর্বশেষ

30.3 C
Rajshahi
মঙ্গলবার, মার্চ ২১, ২০২৩

ভাঙ্গা হবে না নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরার বাড়ি

- Advertisement -

টপ নিউজ ডেস্ক: স্থায়ী বসবাসের ব্যবস্থা না করে ভাঙ্গা হবে না নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরার বাড়ি। সড়ক ও জনপথ বিভাগের দেয়া ক্রসচিহ্ন মুছে দিয়েছেন সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির।

স্থায়ী বাড়ি ছিলো না নারী ফুটবল দলের ডিফেন্ডার মাছুরার। ২০২০ সালে তার পরিবারকে শহরের বিনেরপোতা এলাকায় সড়কের পাশে আট শতক সরকারি জমি বন্দোবস্ত দেয় জেলা প্রশাসন। একটি ঘর বানিয়ে সেখানেই থাকছেন তারা। তবে সওজ (সড়ক ও জনপথ) মাস দুয়েক আগে তাদের ঘরটি ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়। এজন্য লাল রঙে ক্রসচিহ্ন এঁকে দিয়েছিলো তারা মাছুরার বাড়িতে।

- - Advertisement - -

বৃহস্পতিবার সকালে ফুল ও মিষ্টি নিয়ে মাছুরার বাড়ি যান সাতক্ষীরার জেলা প্রশাসক মোহাম্মদ হুমায়ুন কবির। সেসময় সড়ক ও জনপথ বিভাগের দেয়া সেই ক্রসচিহ্ন মুছে দিয়েছেন তিনি। তিনি বলেন, যতদিন পরিবারটির স্থায়ী বসবাসের ব্যবস্থা করা না যায় ততদিন ভাঙা যাবে না ঘরটি। এই নির্দেশনা সড়ক ও জনপথ বিভাগকে দেয়া হয়েছে।
সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

- Advertisement -

Related Articles

আপনার মন্তব্য

Latest Articles