সর্বশেষ

36.2 C
Rajshahi
শুক্রবার, এপ্রিল ২৬, ২০২৪

ভারী গোলাগোলি চলছে লুহানস্কে; নিহত ১০

টপ নিউজ ডেস্কঃ দক্ষিণ-পূর্ব লুহানস্ক অঞ্চলজুড়ে চলছে ভারী গোলাবর্ষণ। এই ঘটনায় এখন পর্যন্ত ১০ জন নিহত হয়েছেন এবং ৩ জন আহত হয়েছেন বলে জানিয়েছেন ওই অঞ্চলের গভর্নর।

আলজাজিরার তথ্যমতে লুহানস্কের আঞ্চলিক সামরিক প্রশাসনের প্রধান সেরহি হাইদাই সোমবার (১৬ মে) রাত থেকে এই গোলাবর্ষণ চলছে বলে নিশ্চিত করেছে ।

লুহানস্কের সামরিক প্রধান সেরহি হাইদাই জানিয়েছেন, সেভেরোডোনেৎস্ক শহরের একটি বড় হাসপাতাল গোলাগুলিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। শহরের ঠিক নদীর পাশেই দাঁড়িয়ে রুশ সেনারা। তারা গত কয়েক দিন ধরেই পার হওয়ার চেষ্টা করছেন।

তিনি আরো বলেন, লুহানস্কে অগ্রসর হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে রুশ বাহিনী। ইতোঃমধ্যে আরও ১০টি শহর ও গ্রামের অ্যাপার্টমেন্ট বিল্ডিং, ব্যক্তিগত আবাসন এবং অনেক দোকানের ওপর গোলাবষর্ণ চালাচ্ছে তারা।

উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারি রুশ বাহিনী ইউক্রেনে আগ্রসান শুরু করে এবং তিন মাস পার হলেও এই যুদ্ধ এখনও অব্যাহত রয়েছে। এ পরিস্থিতিতে এখন পর্যন্ত ৬০ লাখ লোক দেশ ছেড়ে পালিয়েছেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles