সর্বশেষ

36.2 C
Rajshahi
শনিবার, এপ্রিল ২০, ২০২৪

ভাড়া পুনর্নির্ধারণ করে প্রজ্ঞাপন ও তালিকা টাঙানোর নির্দেশ

টপ নিউজ ডেস্কঃ জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির পর বাস ও মিনিবাসের ভাড়া পুনর্নির্ধারণ করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগ প্রজ্ঞাপন জারি করেছে ।

রোববার (৭ আগস্ট) সড়ক পরিবহন বিভাগ থেকে জারি করা হয় এ প্রজ্ঞাপন । এতে জানানো হয়েছে , নতুন ভাড়া আজ থেকে কার্যকর হবে বলে । প্রজ্ঞাপনে বলা হয়, পুনর্নির্ধারিত এই ভাড়া প্রযোজ্য হবে না গ্যাসচালিত মোটরযানের ক্ষেত্রে । নতুন ভাড়ার তালিকা সব বাস ও মিনিবাসের দৃশ্যমান স্থানে টাঙিয়ে রাখতে হবে আবশ্যিকভাবে । গত শুক্রবার (৫ আগস্ট) দিনগত রাত ১২টার পর ডিজেল,কেরোসিন, পেট্রল ও অকটেনের দাম বাড়িয়েছে সরকার। প্রতি লিটার ৩৪ টাকা ডিজেলে , কেরোসিনে ৩৪ টাকা, ৪৬ টাকা অকটেনে , পেট্রলে ৪৪ টাকা বেড়েছে।

ভোক্তাপর্যায়ে আগে খুচরামূল্য ছিল ৮০ টাকা প্রতি লিটার ডিজেল, কেরোসিন ৮০ টাকা, অকটেন ৮৯ টাকা ও ৮৬ টাকা পেট্রল । দাম বাড়ার পর প্রতি লিটার ১১৪ টাকা ডিজেল , কেরোসিন ১১৪ টাকা, ১৩৫ টাকা অকটেন ও ১৩০ টাকা পেট্রল ।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles