সর্বশেষ

30.3 C
Rajshahi
শনিবার, জুলাই ২৭, ২০২৪

মার্কিন জাদুঘরে ভারতীয় নারী পাইলট

টপ নিউজ ডেস্কঃ উত্তর মেরুর ওপর দিয়ে ১৬ হাজার কিলোমিটারের রেকর্ড দূরত্ব পাড়ি দেওয়ায়প্রথম ভারতীয় নারী পাইলট হিসেবে এয়ার ইন্ডিয়ার সিনিয়র পাইলট জোয়া আগারওয়াল ঠাঁই পেয়েছেন যুক্তরাষ্ট্রের এসএফও অ্যাভিয়েশন জাদুঘরে।

এয়ার ইন্ডিয়ার নারী পাইলটের একটি দল ২০২১ সালে জোয়া আগরওয়ালের নেতৃত্বে যুক্তরাষ্ট্রের সান ফ্রান্সিসো থেকে উত্তর মেরুর ওপর দিয়ে ভারতের বেঙ্গালুরু শহর পর্যন্ত প্রথমবারের মতো বিশ্বের দীর্ঘতম বিমান পথ পাড়ি দেন।

এয়ার ইন্ডিয়ার নারী পাইলটদের কৃতিত্বের মুগ্ধ যুক্তরাষ্ট্রভিত্তিক অ্যাভিয়েশন জাদুঘর জাদুঘরে তাদের জন্য একটি স্থানের নামকরণের প্রস্তাব দেয়। এ ব্যাপারে জোয়া বার্তা সংস্থা এএনআইকে জানান, ওই জাদুঘরে তিনিই একমাত্র মানুষ যিনি পাইলট হিসেবে ঠাঁই পেয়েছেন।

সম্পাদনায়ঃ হাবিবা সুলতানা

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles