সর্বশেষ

29 C
Rajshahi
বৃহস্পতিবার, এপ্রিল ২৫, ২০২৪

মালদ্বীপে পেট্রল-ডিজেলের দাম কমলো

টপ নিউজ ডেস্কঃ মালদ্বীপের স্টেট ট্রেডিং অরগানাইজেশন (এসটিও) সামান্য কমিয়েছে জ্বালানির দাম । বুধবার রাতে কমানো দাম বৃহস্পতিবার থেকে কার্যকর হয়েছে মালদ্বীপের বাজারে ।

দেশটির স্টেট ট্রেডিং অরগানাইজেশন (এসটিও) বুধবার সন্ধ্যায় এক বিবৃতিতে বিক্রি হওয়া পেট্রল তার সহযোগী জ্বালানি সরবরাহ মালদ্বীপের (এফএসএম) মাধ্যমে এবং ডিজেলের দামের পরিবর্তনের ঘোষণা করেছে। নতুুুন দাম হিসেবে প্রতি লিটার পেট্রোল এখন ১৫.৯৭ রুপিয়া নির্ধারণ করা হয়েছে যা ১৬.৫৫ রুপিয়া আগে ছিল । প্রতি লিটার ডিজেলের দাম কমে ১৬.৩২ রুপিয়ায় দাঁড়িয়েছে যা আগে ছিল ১৬.৭৭ রুপিয়া।

মালদ্বীপে এসটিও সর্বশেষ গত জুন মাসে দাম পরিবর্তন করেছিল জ্বালানির । রাশিয়া-ইউক্রেন যুদ্ধের ফলে বিশ্বব্যাপী জ্বালানি তেলের দাম উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পেলেও এখন কমতে শুরু করেছে।

সম্পাদনায়ঃ পূরবী রায় ।

Related Articles

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here

Latest Articles